বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আপনিও কি বাইক (Motorcycle) কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর। মোটরসাইকেল এখনও দেশে যাতায়াতের সেরা মাধ্যম। যানজটে সহজে অল্প সময়ে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য বাইকের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সাধারণ মানুষের কাছে মানুষ এমন মোটরসাইকেল খোঁজে যার মাইলেজ ভালো এবং দামও কম। তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ বাইকের সন্ধান।
সর্বোচ্চ মাইলেজ দেওয়ার কথা বললে, Bajaj CT 100 এতে এক নম্বরে আসে। মোটরসাইকেলটিতে রয়েছে ১০২ সিসি ৪ স্ট্রো এয়ার কুলড ইঞ্জিন যা ৪ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে। মোটরসাইকেলে আপনি স্প্রিং রিয়ার সাসপেনশনে হাইড্রলিক ও টেলিস্কোপিক ফ্রন্ট এবং স্প্রিং পাবেন।
বাইকটির মাইলেজ সম্পর্কে বলতে গেলে কোম্পানি প্রতি লিটারে গড়ে ৭৫ কিলোমিটার থেকে ৯০ কিমি গতি দাবি করে। তবে স্বাভাবিক অবস্থায় এটি ৭২ থেকে ৭৪ এর মধ্যে মাইলেজ দেয়। Bajaj CT 100 মোটরসাইকেলটি আপনারা Black Blue, Black Red আর Fire Red রঙে পেয়ে যাবেন। মোটরসাইকেলটি ১০.৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতার সাথে আসে। এই মডেলের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৬৯,২১৭ টাকা থেকে। তবে অন-রোড মূল্য এর তুলনায় অনেকটাই বেশি।
এর পারফরম্যান্সের কথা বললে, এটি একটি 102 CC 4-স্ট্রোক, একক-সিলিন্ডার, বৈদ্যুতিন ইনজেকশন ইঞ্জিন পায়। বাইকটির ইঞ্জিন ৭৫০০ আরপিএমে ৭.৯ পিএস পাওয়ার এবং ৫৫০০ আরপিএমে ৮.৩৪ এনএম পিক টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে ৪টি গিয়ারবক্স ট্রান্সমিশন। এর সমস্ত গিয়ার নীচের দিকে মনে হচ্ছে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার।
বাজাজ সিটি ১০০ এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিলিমিটার এবং হুইলবেস ১২৩৫ মিলিমিটার। একই সময়ে এর দৈর্ঘ্য ১৯৪৫ মিলিমিটার, প্রস্থ ৭৫২ মিলিমিটার এবং উচ্চতা ১০৭২ মিলিমিটার। এর পেট্রোল ট্যাংক ক্যাপাসিটি ১০.৫ লিটার। এর ওজন ১১৫ কেজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।