এই ৫ অভিনেত্রীর পোশাকের দাম তারকাদের পারিশ্রমিকের সমান

অভিনেত্রীর পোশাক

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রি মানেই যে টাকার বৃষ্টি, একথা তো কারোর অজানা নয়। সেটা অভিনেতা-অভিনেত্রীদের কাস্টিং নিয়ে হোক বা চলচ্চিত্র নির্মাণের খরচই হোক। এই রঙিন দুনিয়ায় এমন অনেক তারকাই আছেন যাদের পারিশ্রমিক কোটির গন্ডি ছাড়িয়ে যায়। এই খরচের তালিকায় সবচেয়ে এগিয়ে থাকবে শুটিং এর জন্য তারকাদের ব্যবহৃত পোশাক। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নিই শুটিং-এ কোন অভিনেত্রীর পোশাকে কত টাকা খরচ হয়েছিলো।

অভিনেত্রীর পোশাক

দীপিকা পাড়ুকোন : বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক সঞ্জয় লীলা বানসালির ছবি বাজিরাও মাস্তানিতে স্বর্গের অপ্সরা লাগছিলো বললেও ভুল হবে না। দীপিকা পাড়ুকোনকে খুব সুন্দর লাগছিল। ছবির গল্প অনুযায়ী চরিত্রকে বাস্তবসম্মত করতে যত্ন করে তৈরি করা হয়েছিলো প্রতিটি পোশাক এবং গয়নাকে‌। জানা যায় এই গয়না গুলির জন্য ৪৫ লক্ষ টাকা খরচ করেছিলেন সঞ্জয় লীলা বানসালি

সোনাক্ষী সিনহা : সোনাক্ষী সিনহা অভিনীত ‘তেবর’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে না পারলেও ছবিটি নির্মাণে খরচ হয়েছিলো কয়েক কোটি টাকা। এই ছবির গান ‘রাধা নাচেগি’ এখনও শোনা যায় মানুষের মুখে মুখে। জানিয়ে রাখি ‘রাধা নাচেগি’ গানটির পেছনে প্রায় আড়াই কোটি টাকা খরচ করেছেন নির্মাতারা। এই গানে সোনাক্ষী সিনহা পরিহিত পোশাকটির দাম ছিল প্রায় ৭৫ লক্ষ টাকা।

মাধুরী দীক্ষিত : সঞ্জয় লীলা বানসালি নিঃসন্দেহে বলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক। বানসালী পরিচালিত শাহরুখ, মাধুরী ও ঐশ্বরিয়া অভিনীত অন্যতম মাস্টারপিস ‘দেবদাস’ ছবিটিকে সেই সময়কার সবচেয়ে ব্যায়বহুল ছবি হিসেবে বিবেচনা করা হয়। জানা গেছে এই ছবিতে দুই নায়িকার পরিধেয় বস্ত্রগুলি ছিলো বহুমূল্যের। তবে, সবচেয়ে দামি লেহেঙ্গাটি ছিল বলিউড বিভা মাধুরী দীক্ষিতের যেটি ‘কাহে ছেড়ে মোহে…’ গানটিতে তিনি পরেছিলেন। জানা গেছে এই লেহেঙ্গার দাম ১৫ লাখ টাকা, যার ওজন ছিল প্রায় ৩০ কেজি।

কঙ্গনা রানাউত : বলিউড কুইন কঙ্গনা এবং ক্রিশ 3 -এর জন্য একটি রাবার-ল্যাটেক্স বডিস্যুট পরেছিলেন। যার ওজন ছিল প্রায় ২০ কেজির বেশি। মিডিয়া সূত্রে জানা গেছে এই স্যুটটি পরতে কঙ্গনার প্রায় ৪ ঘন্টা সময় লাগতো। জানিয়ে রাখি কঙ্গনা রানাউতের এই রাবার-ল্যাটেক্স বডিস্যুটের দাম ছিল ১ কোটি টাকারও বেশি। মজার ব্যাপার হল, কঙ্গনা এই মুভিতে এরকম ১০টি স্যুট পরেছিলেন। অর্থাৎ ক্রিশ- 3 তে কঙ্গনার কস্টিউমের পেছনে খরচ হয়েছিলো ১০ কোটি টাকা।

মাছ ধরা নিয়ে হাসির ঘটনা ঘটালো বাঁদর

ঐশ্বরিয়া রাই : এই তালিকায় রয়েছে বলিউড তথা বিশ্বের অন্যতম সুন্দরী অভিনেত্রী হিসেবে বিবেচিত ঐশ্বরিয়া রাই বচ্চনও। যোধা আকবর ছবিতে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লার ডিজাইন করা পোশাকে নিজেকে সাজিয়েছিলেন ঐশ্বর্য। বলাইবাহুল্য ছবিতে তাকে ঠিক মুঘল রাণীর মতোই সুন্দরী লাগছিলো। জানিয়ে রাখি এই ছবিতে ঐশ্বর্য পরিহিত পোশাক গুলির দাম ছিলো প্রায় ২ লক্ষ টাকা।