বিনোদন ডেস্ক : বলিউড মানেই গ্ল্যামার আর রঙিন মোড়কে ঢাকা জীবন। এখানে বসবাসকারী প্রতিটা মানুষ চায় তাদের নিজেদের একটা পরিচিতি তৈরি হোক এই দুনিয়ায়। বলিউডের কথা বললে এই ইন্ডাস্ট্রিতেই এমন বেশ কিছু সেলিব্রেটি রয়েছেন যাদের হুবহু তাদের ভাইবোনের মতো দেখতে। এক ঝলক দেখলে মনে হবে এরা যমজ বুঝি। চলুন দেখে নিই এই তালিকা।
অপাশক্তি খুরানা এবং আয়ুষ্মান খুরানা:- আয়ুষ্মান এবং অপাশক্তি উভয়েই RJ হিসাবে তাদের কেরিয়ার শুরু করেছিলেন। দঙ্গল-এ অপশক্তি খুরানাকে দেখে অনেকেই তাকে আয়ুষ্মান খুরানা ভেবে ভুল করেছিলেন। আয়ুষ্মান খুরানা আগেই দক্ষতার সাথে বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন, অপরদিকে ভাই অপাশক্তিও বলিউডে বেশ পরিচিতি তৈরি করছেন।
রাজু খের এবং অনুপম খের:- রাজু খের এবং অনুপম খের’এর শুধুমাত্র কেরিয়ারই এক নয় তাদের চেহারাও প্রায় এক। এক নজর দেখলে তাদের যমজ বলে ভুল করবে সবাই। করোনার সময়ে এই দুই ভাইয়ের রিল বেশ ভাইরাল হতো। তবে অনুপমের মতো রাজু বলিউডে সেরকম সফলতা পাননি।
শক্তি মোহন এবং মুক্তি মোহন:- শক্তি মোহন এবং মুক্তি মোহন এই দুজন বোনকে দেখেও যমজ বলে ভুল করে সকলে। উল্লেখ্য, এই দুই বোনও একই পেশার সাথে যুক্ত। শক্তি মোহন একাধারে যেমন দূর্দান্ত নৃত্যশিল্পী, অপরদিকে ইউটিউব চ্যানেলের সাথে নাচের শোতে বিচারক হিসাবেও যুক্ত রয়েছেন তিনি। অপরদিকে মুক্তিও নৃত্য চর্চার পাশাপাশি টিভি শোতে অ্যাঙ্কর হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
শিল্পা শেঠি এবং শমিতা শেঠি:- বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং শমিতা শেঠিও যমজ সন্তানের মতো দেখতে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম হলেনশিল্পা শেঠি। তিনি তার ফিটনেসের জন্যও বেশ পরিচিত। শমিতা বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও কেরিয়ারে বিশেষ সফলতা অর্জন করতে পারেননি তিনি।
ভূমি পেডনেকার এবং সমীক্ষা পেডনেকার:- ‘দম লাগা কে হাইশা’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন ভূমি পেডনেকার। পরবর্তীকালে ‘টয়লেট, এক প্রেম কথা’ এবং ‘শুভ মঙ্গল সাবধান’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে বলিউডে নিজের একটি বিশেষ স্থান তৈরি করেছেন। জানিয়ে রাখি তার একটি বোন রয়েছে। ভূমির বোনের নাম সমীক্ষা। প্রসঙ্গত সমীক্ষা পেশায় একজন আইনজীবী। তবে দুজনকে একসাথে দেখলে আপনারও চিনতে কষ্ট হবে তা বলাই বাহুল্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।