বিনোদন ডেস্ক : সালমান খানের ওয়ান্টেড থেকে শুরু করে অজয় দেবগনের সিংঘম এবং দৃশ্যম পর্যন্ত বলিউডে এমন অনেক ছবি রয়েছে যা দক্ষিণের রিমেক। আসলে আজকাল বলিউডে সাউথের ছবি রিমেক করাটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজ এই পোস্টে আমরা এমন কিছু বলিউড সিনেমার তালিকা নিয়ে এসেছি যা দক্ষিণে রিমেক হয়েছে।
মুন্নাভাই এমবিবিএস
সঞ্জয় দত্তের মুন্নাভাই এমবিবিএস দক্ষিণে চারবার রিমেক হয়েছে। তেলেগুতে, এই ছবিটি শঙ্কর দাদা এমবিবিএস নামে তৈরি করা হয়েছিল এবং ছবিটি সুপার হিট হয়েছিল। লাগে রাহো মুন্না ভাইয়ের তেলেগু রিমেকও ছিল। ছবির নাম ছিল শঙ্করদাদা জিন্দাবাদ।
জলি এলএলবি
আরশাদ ওয়ার্সি এবং বোমান ইরানির অসাধারণ ছবি জলি এলএলবি দক্ষিণে রিমেক হয়েছিল। এই ছবির নাম রাখা হয়েছে ম্যানিথানিন।
৩ ইডিয়টস
আমির খান, শারমন জোশি এবং আর মাধবনের ছবি ‘থ্রি ইডিয়টস’ বলিউডের ইতিহাসে অন্যতম সফল ছবি। বলিউডে অভূতপূর্ব সাফল্যের পর এই ছবির সাউথ রিমেক তৈরি হয়। যার নাম ছিল ‘নাম্বান’ এবং ছবিটি ছিল ব্লকবাস্টার।
এ ওয়েডনেসডে
অনুপম খের অভিনীত ছবি এ ওয়েডনেসডে বলিউডে ব্যাপক সাফল্য পায়। এর পর এই ছবির তামিল রিমেক ‘উন্নাইপোল ওরুভাম’ তৈরি হয়। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন কমল হাসান ও মোহনলাল।
লাভ আজকাল
২০০৯ সালে সাইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোনের ছবি ‘লাভ আজ কাল’ দর্শকদের খুব পছন্দ হয়েছিল। এর পরে, এর তেলেগু রিমেক ‘তিন মার’ ২০১১ সালে রাখা হয়েছিল।
ডেইলি বেলি
ডেইলি বেলি ছবিটি তরুণ প্রজন্মের কাছে বেশ পছন্দ হয়েছিল। এ কারণেই এই ছবির তামিল রিমেক তৈরি হয়েছে। যার নাম রাখা হয়েছিল সেতাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।