ইতিহাসের এই দিনে প্রথম স্মার্টফোন বাজারে আসে

Smartphones

জুমবাংলা ডেস্ক : জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

Smartphones

স্মার্টফোন ছাড়া একটি দিনও এখন কল্পনা করা যায় না। সকালে ঘুম থেকে উঠে ফোনের নোটিফিকেশন চেক থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগপর্যন্ত স্মার্টফোন ছাড়া এখন অনেকেরই চলে না। সময়ের সঙ্গে সঙ্গে আসছে এসব ফোনের নতুন নতুন সংস্করণ। কিন্তু স্মার্টফোনের শুরুটা হয়েছিল কীভাবে? কখনই–বা এল প্রথম স্মার্টফোন?

১৬ আগস্ট দিনটি সত্যিই মনে রাখার মতো। ১৯৯৪ সালের আজকের এই দিনেই বাজারে এসেছিল প্রথম স্মার্টফোন; যার মাধ্যমে বিশ্ববাসী পা রেখেছিল নতুন এক জগতে। সেই বছর আইবিএম নামের এক মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান পারসোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা পিডিএ নামের এক পণ্য বাজারে নিয়ে আসে। সেই পণ্যের নাম রাখা হয় ‘আইবিএম সাইমন’, যার মাধ্যমে শুধু ফোনকলই নয়, ই-মেইল আদান-প্রদান, নোট সংরক্ষণসহ আরও নানা কাজ করা যেত। এটিকেই মূলত প্রথম স্মার্টফোন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

আজ কুইন অব পপ নামে পরিচিত ম্যাডোনার জন্মদিন। ১৯৫৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেন তিনি। ১৯৮৩ সালের জুলাইয়ে সংগীতজগতে প্রথম পা রাখেন ম্যাডোনা। সেই থেকে আজ অবধি নিজের গানের জাদুতে মাতিয়ে রাখছেন পুরো বিশ্বকে।

মেয়েরা কী করলে ৩০ মিনিট পর ক্লান্ত হয়ে যায়

১৮৫৮ সালের আজকের এই দিনে প্রথমবারের মতো আটলান্টিকের এপার থেকে ওপারে টেলিগ্রাম পাঠানো সম্ভব হয়। এভাবে টেলিগ্রাম পৌঁছে যায় যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে।