বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমায় দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করছেন শ্রুতি হাসান। পাশাপাশি বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এছাড়া এরইমধ্যে নিজের অভিনয় দ্যুতি ছড়িয়েছেন একটি আন্তর্জাতিক ওয়েব সিরিজেও।
‘ট্রেডস্টোন’ শিরোনামের সেই ওয়েব সিরিজটি বেশ প্রশংসিত হয় দর্শকদের কাছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন সাফল্য নিজের ঝুলিতে জমা করতে যাচ্ছেন এই অভিনেত্রী। হলিউড সিনেমায় যুক্ত হলেন তিনি।
জানা গেছে, ‘দ্য আই’ শিরোনামের একটি সাইকোলজিক্যাল সিনেমায় দেখা মিলবে তার। নির্মাতা ডাফেন শোমন পরিচালিত এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন স্কটিশ অভিনেতা মার্ক রাওলে। যিনি ‘দ্য লাস্ট কিংডম’ ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। আন্তর্জাতিক সিনেমায় যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত শ্রুতি।
খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করে শ্রুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘দ্য আই সিনেমার অংশ হতে পেরে খুবই আনন্দিত। সত্যি এই দিনটির অপেক্ষায় ছিলাম। আমি বরাবরই ভিন্ন ভিন্ন গল্প বলতে পছন্দ করি। এই সিনেমাটির মাধ্যমেও ব্যতিক্রমী একটি গল্প বলবো।’
ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করেছে, একজন সিনেমাটিতে একজন বিধবা মহিলার চরিত্রে অভিনয় করবেন শ্রুতি। যিনি তার মৃত স্বামীকে ফিরে পেতে চায় এব ক্রমেই অন্ধকার জগতে প্রবেশ করে। আগামী মাসে গ্রিসের আথেন্স শহরে সিনেমাটির শুটিং শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।