লাইফস্টাইল ডেস্ক : পেটের মাপের ওপর নির্ভর করছে এ রেস্তোরাঁয় কোন অতিথি খাবারের দামের ওপর কত টাকা ছাড় পাবেন। অতিথির পেটের মাপ নেওয়ার পদ্ধতিও চমক দেবে। রেস্তোরাঁয় খাবারের যে মেনু কার্ড গেলেই অতিথিদের হাতে তুলে দেওয়া হয় সেখানে খাবারের নামের পাশে তার দামও লেখা থাকে। এই দামের ওপর আবার নানা সময়ে ছাড়ও ঘোষণা করে রেস্তোরাঁ। যা অতিথিদের অবশ্যই খুশি করে। এই রেস্তোরাঁটিও খাবারের দামের ওপর ছাড় দিয়ে থাকে।
তবে সেই ছাড় একটি বিশেষ অঙ্কের ছাড় নয়। মোট দামের ওপর শতাংশের হিসাবে এই ছাড় নির্ভর করে অতিথির পেটের মাপের ওপর। এখানেই এই দোকানের খাবারের দামের ওপর ছাড়ের চমক।
১০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে এই রেস্তোরাঁয়। কিন্তু আগে পেটের মাপের পরীক্ষা দিতে হবে অতিথিকে। তারপর সেই পেটের মাপের হিসাবে ছাড় পাবেন তিনি।
এজন্য একটি ফাঁকা অংশ দিয়ে তেরচা ভাবে ওই অতিথিকে গলে যেতে হয়। সারিবদ্ধভাবে এমন বিভিন্ন মাপের ফাঁকের একটি জায়গা তৈরি করেছে রেস্তোরাঁ। যে ফাঁক দিয়ে একজন মানুষই তেরচা ভাবে গলতে পারবেন। গলতে পারলে ওই ফাঁকটির ওপর যে ছাড় লেখা আছে তা তিনি পাবেন।
ধরে নেওয়া যাক কেউ ২০ শতাংশ লেখা ফাঁকটি দিয়ে গলে গেলেন। তাহলে তিনি খাবারের দামের ওপর ২০ শতাংশ ছাড় পাবেন। এই রেস্তোরাঁ তার এই অভিনব ভাবনার জন্য সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে।
বিশ্বজুড়ে সংবাদমাধ্যম তো খবর করেছেই, সেই সঙ্গে অনেকেই সোশ্যাল সাইটে এই রেস্তোরাঁর কথা জানিয়েছেন। রেস্তোরাঁটি রয়েছে মালয়েশিয়ার কুচিং নামে জায়গায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।