বিনোদন ডেস্ক : ছিপছিপে শরীর। মাথা ভর্তি ঢেউখেলানো গোলাপি রঙের চুল। তার চাউনিও আকর্ষণীয়। সব মিলিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে ২৫ বছর বয়সী এই তরুণী। নাম আইতানা। তবে তিনি কোনো রক্তমাংসের মানবী নয়। কম্পিউটারে কৃত্রিম বৃদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় সৃষ্টি করা হয়েছে তাকে। আইতানাই স্পেনের প্রথম এআই মডেল।
দেশটির ‘দ্য ক্লুলেস’ নামের একটি প্রতিষ্ঠানের এআই মডেল আইতানা। ক্লুলেসের প্রতিষ্ঠাতা রুবেন ক্রুজের নকশায় এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে তাকে। স্ক্রিনে আইতানার সাজপোশাক, মসৃণ ত্বক দেখলে সত্যিকারের মানুষের সঙ্গে তার ফারাক বোঝে কার সাধ্যি! ভার্চুয়াল মডেল হয়েও রূপে, মোহনীয়তায় সে রক্তমাংসের নামি মডেলদেরও হার মানাচ্ছে। প্রতি সপ্তাহে আইতানা কী কী কাজ করবে তা নিয়ে তার প্রতিষ্ঠান ক্লুলেসে রীতিমতো বৈঠক হয়।
আইতানা যেহেতু সত্যি মানুষ নয়, সে জন্য তার কাজের ধরনও স্বাভাবিকভাবেই আলাদা। মূলত ফটোশপের সাহায্যেই তার কাজকর্ম সারা হয়। যেমন আইতানাকে দিয়ে মাদ্রিদের কোনো বিশেষ স্থানে মডেলিং করানোর সিদ্ধান্ত নিল তার প্রতিষ্ঠান। সে ক্ষেত্রে ফটোশপের সাহায্যে তার পোশাক-পরিচ্ছদ, সাজসজ্জা প্রয়োজনমতো বদল করে এবং মাদ্রিদের সেই স্থানের ছবি জুড়ে দেওয়া হয়। রক্তমাংসের মানুষ না হলেও স্পেনের এই এআই মডেলের এরই মধ্যে অনেক ভক্ত-অনুরাগীও জুটে গেছে।
‘ক্লুলেস’ জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইনস্টাগ্রামে আইতানার এক লাখ ২১ হাজার অনুরাগী তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইতানার মডেলিংয়ের ছবিও বেশ সাড়া পাচ্ছে। অনেকে তাকে সত্যিকারের মানুষ ভেবে বার্তাও পাঠাচ্ছে।
আইতানার মডেলিংয়ের মাধ্যমে ভালোই পয়সা বানাচ্ছে তার প্রতিষ্ঠান ক্লুলেস। তাকে দিয়ে ‘মডেলিং করিয়ে’ প্রতি মাসে ১০ হাজার ইউরো পর্যন্ত উপার্জন করছে প্রতিষ্ঠানটি। তবে এমন এআই মডেল তৈরির সমালোচনাও করেছে অনেকে। কেউ কেউ মনে করছে, এ ধরনের ভার্চুয়াল মডেল তৈরির মাধ্যমে মানুষের কাজ যেতে পারে। আবার অনেকে মনে করছে, তরুণ প্রজন্ম ফটোশপে তৈরি অবাস্তব মাত্রার অতি নিখুঁত মডেলের মোহে পড়ে নিজেদেরও তেমন নিখুঁত করার দিকে ঝুঁকে পড়তে পারে।
সূত্র : ইউরোনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।