বিনোদন ডেস্ক : কিছু বছর ধরে গোটা দেশের মানুষের মধ্যে সাউথ ফিল্মের ক্রেজ যেই মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলিউড ফিল্ম গুলি পাত্তা পাচ্ছিল না তার সামনে। তার উপর সম্প্রতি শুরু হওয়া বয়কট ট্রেন্ডের কারণে বোঝা যাচ্ছে যে বলিউডের জন্য খুব একটা ভালো সময় কাটছেনা।
২ বছর আগে করা আমির খানের ‘ভারতে সুরক্ষিত অনুভব করছিনা’ মন্তব্য ও কারিনা কাপুরের ‘আমাদের স্টার কিডদের ফিল্ম ভালো না লাগলে দেখো না কেউ ফোর্স করেনি তোমাকে আমাদের ফিল্ম দেখার জন্য’ মন্তব্য দুটি ২ বছর পর ভাইরাল হওয়ায় বলিউড, বলিউডের ৩ খান, নেপটিজাম মেটিরিয়ালদের, হিন্দু ধর্মের অপমান ও লাল সিং চাড্ডা ফিল্মকে সাপোর্ট করেছে বা বয়কটের বিরুদ্ধে কথা বলেছে ইত্যাদি কারণে বলিউড ফিল্ম ও বিশেষ বিশেষ কিছু অভিনেতা-অভিনেত্রীদের (আলিয়া ভাট, অর্জুন কাপুর, ঋত্বিক রোশন, ফারহান আখতার ইত্যাদি) বয়কট ও ট্রোল করতে শুরু করেছে জনগণ। এই বয়কটের চক্করে লাল সিং চাড্ডা ও আরো অনেক ভালো ভালো ফিল্ম ফ্লপ প্রমাণিত হয়েছে বক্স অফিসে।
এখন এমন পরিস্থিতে যদি কোনো ফিল্ম যদি বক্স অফিসে সফলতা অর্জন করেও নেয় সেই ফিল্ম গুলি ১০০ কোটি পর্যন্ত আয় তো করতেই পারেনা বক্স অফিসে। বেশিরভাগ ফিল্মের সীমা ৭০/৮০ কোটি টাকার অঙ্কে গিয়ে আটকে যায়।
গতবছর শুধু ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ফিল্মটি ১০০ কোটি টাকার বেশি আয় করতে পেরেছিল। কিন্তু এই বছর বলিউডের কোনো ফিল্ম ১০০ কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিতে পারেনি। তবে আপনি কী জানেন বলিউডের কোন ফিল্ম প্রথম ১০০ কোটি টাকা আয় করেছিল? সেই ফিল্মের মুখ্য কাস্ট কে ছিল ? কী জানেন না? তবে এই আর্টিকেল শুধু আপনার জন্য।
অনেকেই মনে করেন যে সালমান খান ও মাধুরী অভিনীত ফিল্ম ‘হাম আপকে হে কন’ ফিল্মটি প্রথম ১০০ কোটি টাকা আয় করা ফিল্ম। তবে জানিয়ে দি যে আপনার ধারণা ভুল। বলিউডের যেই ফিল্মটি প্রথম ১০০ কোটি টাকা আয় করেছিল সেটি হলো বলিউড ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবীণ নেতা মিঠুন চক্রবর্তীর অভিনীত ফিল্ম ‘ডিস্ককো ডান্সার’।
এই ফিল্মটি ১৯৮২ সালের ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ও ফিল্মটি দুর্দান্ত সফলতা পেয়েছিল। এই ফিল্মের “আই এম এ ডিস্ককো ডান্সার’ গানটি আজ জনপ্রিয়। জানিয়ে দি এই ফিল্মে মিঠুন চক্রবর্তী ছাড়া অভিনয় করেছিলেন কিম, রাজেশ খান্না, গীতা সিদ্ধার্থ, ওম শিবপুরি এবং করণ রাজদানের মতো অনেক অভিনেতা। আর এই ফিল্মটি বাংলা থেকে দুর্দান্ত সারা পেয়েছিল কারণ এই ফিল্মে বাংলার দুই বিখ্যাত মুখ মিঠুন চক্রবর্তী ও বাপ্পী লাহিড়ী ছিল বলে।
ডিস্ককো ডান্সার ফিল্মটির ভারতীয় বক্স অফিসে কালেকশন ছিল ৬ কোটি টাকা। এই ফিল্মটি সেই সময় প্রথমে ৭ তম ও পরে ১৪ তম সবচেয়ে বেশি আয় করা ফিল্ম হয়ে উঠেছিল।
এরপর ১৯৮৪ সালে যখন ফিল্মটি সোভিয়েত ইউনিয়নে মুক্তি পেয়েছিল তখন সেখানে দুর্দান্ত সফলতা অর্জন করেছিল। তারপর এই ফিল্মটি মধ্য এশিয়া, পূর্ব ও পশ্চিম আফ্রিকা, তুরস্ক এবং চীনের মতো অনেক দেশে ছড়িয়ে পড়েছিল এবং দুর্দান্ত সফলতা অর্জন করেছিল।
আর এইভাবে ‘ডিস্কো ড্যান্সার’ বিশ্বব্যাপী ১০০.৬৮ কোটি টাকার বেশি আয় করেছিল এবং ভারতীয় চলচ্চিত্রে একটি নতুন অবস্থান অর্জন করেছিল। আর ডিস্ককো ডান্সার ফিল্মটি আজ বলিউডের প্রথম ১০০ কোটি আয় করা ফিল্ম হিসাবে জনপ্রিয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।