জুমবাংলা ডেস্ক : কাপুর শুনলেই প্রথমে যাদের কথা মাথায় আসে তাঁরা হলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, ঋদ্ধিমা কাপুর, রণবীর কাপুরদের নাম। প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তবে এই তারকা সন্তানদের শিক্ষাগত যোগ্যতা সত্যিই অবাক করা! না জানা থাকলে চট করে দেখে নিন আপনিও।
রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর ডিজাইনিং অ্যান্ড মার্কেটিংয়ে ব্যাচেলার ডিগ্রি করেছেন আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি একজন ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে কাজ করছেন।
রণধীর কাপুরের বড় মেয়ে করিশ্মা কাপুর খুব ছোট বয়সে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন। তবে একথা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন ক্লাস সিক্সে থাকতেই পড়াশোনা ছেড়ে দেন তিনি অভিনয়ের কারণে। যদিও এই বিষয়ে অফিসিয়াল কোনও তথ্য নেই। করিশ্মা নিজেও কখনও এই নিয়ে নিশ্চিত তথ্য দেননি।
কারিনা কাপুর মুম্বইয়ের যমুনাবাই নার্সি স্কুলে পড়তেন প্রথমে। তারপর তাঁকে পাঠিয়ে দেওয়া হয় দেরাদুনের ওয়েলহাম গার্লসে। সেখান থেকে ফিরে মিঠিবাই কলেজে কমার্স নিয়ে ভরতি হলেও গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি।
নিশ্চয়ই ভাবছেন কাপুরদের মাঝে আলিয়া ভাটের কথা এল কী করে! আরে তিনি তো এখন কাপুরদেরই সদস্য। দশম শ্রেণির পর আর লেখাপড়ার ধার ধারেননি আলিয়া। যদিও ৭১ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিলেন ক্লাস টেন।
শুরু হলো ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি, যত টাকা প্রতি টিকিট
কাপুর পরিবারের তিনিই প্রথম সদস্য যে দশম শ্রেণিতে ৫৩ শতাংশ নম্বর এনেছিল! স্কুলের গণ্ডি পার করে রণবীর অভিনয় এবং ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছেন বিদেশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।