Advertisement
লাইফস্টাইল ডেস্ক : জলপাই গাছের শুকনো পাতা থেকে এমন একটি পানীয় তৈরি করা যায় যা বন্ধ্যাত্ব দূর করে। পাশাপাশি হজম ক্ষমতার উন্নতি, কোলেস্টরল কমায়, ওজন হ্রাস এবং কোষদের কর্মক্ষমতা বাড়াতেও এটি সাহায্য করে।
পানীয়টি তৈরি করতে লাগবে ৫/৬টি শুকনো জলপাই পাতা ও দুই গ্লাস পানি। পাতাগুলো ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর ছেঁকে ফুটিয়ে নিতে হবে। প্রতিদিন সকালে নাস্তার পর এই পানি পান করতে হবে। এটি তৈরির সময় অল্প করে মধু মেশানো যেতে পারে।
জলপাই পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ ভাইরাস আছে যা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসদের দ্রুত মেরে ফেলে। ফলে ঠাণ্ডা লাগা, ভাইরাল ইনফেকশন, ভাইরাল ফিবার, গলার সংক্রমণ, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, টিউবারকুলোসিস এবং হার্পিসের মতো রোগ হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.