বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।
মনোনয়ন ফরম জমা দিতে লোকজন নিয়ে আসা নির্বাচনি আচরণ বিধির লঙ্ঘন কিনা- সাংবাদিকের করা এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, এই শুভ দিনে আমার সঙ্গে আমার এলাকার মানুষ আসবে এটাই স্বাভাবিক। আমার মনে হয় না এটা আচরণ বিধির লঙ্ঘন।
এ সময় সাংবাদিকদের মাহি বলেন, আমার প্রত্যাশা ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাব। যদি আমি মনোনয়ন পাই তাহলে আমার প্রথম কাজ হবে- যেহেতু আমার এলাকা একটি কৃষি এলাকা, তাই আমি চেষ্টা করব তারা যেন পণ্যের ন্যায্য মূল্য পায়। আমার চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা নারীর যেন কর্মসংস্থান হয় এ নিয়ে আমি কাজ করব।
এদিকে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর নিজের ফেসবুকে এক পোস্টে এই নায়িকা লিখেছেন- আলহামদুলিল্লাহ, আজকে মনোনয়নপত্র জমা দিলাম। সবার দোয়া চাই। আমি আমার সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ। তারা আছে বলেই আমি আছি।
এর আগে মাহি বলেছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।
২০২২ সালে এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। যদিও সেবার দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।