আন্তর্জাতিক ডেস্ক : প্রতি মাসে নিখোঁজ হচ্ছে শতাধিক নারী। তাদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২৫ বছর। এ ঘটনায় ভারতের পুনে শহরে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশের ভাষ্য, অনেকে স্বেচ্ছায়, আবার বাড়ি থেকে চাকরি করার অনুমতি না দেওয়ায় অনেকে বাড়ি ছেড়ে গেছে। আবার কেউ ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে বাড়ি ছেড়েছে।
পুণের পিঁপরী চিঁচড়ের পুলিশ কমিশনার জানিয়েছেন, মে মাসে ১৩৫ জন ও জুনে ১৮৬ জন নিখোঁজ হয়েছে। চলতি বছরে পুনে শহরের বিভিন্ন থাকায় ৮৮৫ নারী নিখোঁজের অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ৩৯৬ জন উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বেশ কয়েকজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুণে শহরের চিত্র পাল্টে যেতে শুরু করেছে।
উদ্ধার হওয়া নারীরা জানিয়েছে, তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিল। আবার চাকরি করার অনুমতি না দেওয়ায় অনেকে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কেউ আবার ভালবাসার মানুষের হাত ধরে বাড়ি ছেড়েছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
বিয়ের আসরে হবু স্ত্রীকে চমকে দিতে চেয়েছিলেন বর, তারপর যা ঘটলো
মহারাষ্ট্র আইন পরিষদের ডেপুটি চেয়ারম্যান নীলম গোর্হে জানান, তিনি ২০২০ সাল থেকে নারী নিখোঁজের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। ‘মুসকান’ নামের একটি প্রকল্পও শুরু করা হয়েছিল। এই প্রকল্পের একটি বৈঠকে তিনি বিষয়টি আলোচনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।