এই সুন্দরীরা টিভি সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজে সাহসী হয়ে উঠেছেন

ওয়েব সিরিজে সাহসী

বিনোদন ডেস্ক : বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই।

ওয়েব সিরিজে সাহসী

আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। আজকাল অনেক টিভি অভিনেত্রী ইন্টারনেট দুনিয়াতে চর্চায় থাকেন। আজকের এই প্রতিবেদনে এমন কিছু টিভি অভিনেত্রীর কথা আপনাদের জানাবো যারা টিভি সিরিয়ালে সংস্কৃতিবান হলেও ওয়েব সিরিজে বোল্ড সিনে কাজ করে সকলকে অবাক করে দিয়েছেন।

এই তালিকায় প্রথমেই আসে ত্রিধা চৌধুরীর নাম। তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন ‘দেহ্যেলিজ’ টিভি সিরিয়াল এর মাধ্যমে। এই সিরিয়ালে অভিনেত্রী সংস্কৃতিমনা এক চরিত্রে অভিনয় করেছিলেন। এই টিভি সিরিয়াল থেকে অনেকটাই জনপ্রিয়তা পেয়েছিলেন তারকা। তবে তারপর এই অভিনেত্রী আশ্রম ওয়েব সিরিজে অভিনয় করেন। এতে ববি দেওলের সাথে একাধিক বোল্ড সিনে অভিনয় করেন তিনি। তাঁর ফিগারের প্রেমে পড়ে গেছে আপামর জনসাধারণ।

এরপর এই তালিকায় আসেন সুরভী জ্যোতি। তিনি ‘কবুল হ্যায়’ টিভি সিরিয়ালে কাজ করতেন। হটস্টারের ওয়েব সিরিজ ‘তানহাইয়ান’-এ ‘কুবুল হ্যায়’ অভিনেত্রী সুরভী জ্যোতি তার সহ-অভিনেতা বরুন সোবতির সাথে ঘনিষ্ঠ ছিলেন। এই ঘনিষ্ঠ দৃশ্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এরপর এই তালিকার অন্যতম অভিনেত্রী হলেন নিয়া শর্মা, যিনি ‘এক হাজারোঁ মে মেরি বহনা হ্যায়’ সিরিয়ালে ছোট বোন ‘মানভি’র ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে তিনি বাস্তব জীবনে খুব সাহসী এবং তার ওয়েব সিরিজেও তার সাহসিকতা দেখা যায়। বিক্রম ভাটের শো ‘টুইস্টেড’-এ একটি মেয়েকে চুমুও খেয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও এই তালিকায় রয়েছেন শামা সিকান্দার, সাহাজিদা প্রমুখরা।