বিনোদন ডেস্ক : ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে সালমান খান বলিউডে আত্মপ্রকাশ করেন। ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর পূর্ণ করে ফেলেছেন। তবুও তিনি প্রায়শই তার আচরণ অথবা বিতর্কিত মন্তব্যের কারনে শিরোনামে থাকেন। যে কারনে বলিউডের বহু তারকার সঙ্গে তার সম্পর্ক আদায়- কাঁচ কলায়। এবার দেখে নিন সেই তালিকায় কারা রয়েছে।
প্রিয়ঙ্কা চোপড়া : বলিউডে তার ছবির শুরু থেকেই প্রিয়াঙ্কা চোপড়া ও সালমান খানের বিবাদ শুরু হয়। আসলে সালমান খানের ভারত ছবি মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এর পর থেকেই দুজনের সম্পর্ক খারাপ হয়ে যায়।
অর্জুন কাপুর : অর্জুন কাপুর ও সালমান খানের সম্পর্কও ভালো নেই। আসলে খানদের বাড়ির বৌ মালাইকা অরোরার সঙ্গে ডেটিং শুরু করেন অর্জুন কাপুর। বলা হয়, সালমান এর এই বিষয়টি মোটেও পছন্দ হয়নি।
ঐশ্বর্য রাই এবং রণবীর কাপুর : একসময় সালমান এবং ঐশ্বর্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুজনের বিচ্ছেদ হলে তাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়। সালমান ও রণবীর কাপুরের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। ক্যাটরিনা কাইফের জন্য সালমান এবং রণবীরের মধ্যে ফাটল সৃষ্টি হয়।
বিবেক ওবেরয় এবং এ আর রহমান : সালমান এর সাথে বিচ্ছেদের পর ঐশ্বর্য রাই বিবেকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এর ফলস্বরূপ সালমান ও বিবেকের মধ্যে শত্রুতা শুরু হয়। সুরকার ও গায়ক এ আর রহমানের সঙ্গে সালমান খানের সম্পর্ক ভালো নয়। বলা হয়, সালমান খানের সিনেমা জয় হো-এর শিরোনাম নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন এআর রহমান। এরপর তাদের সম্পর্কের অবনতি হয়।
ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে ২০০ মেগাপিক্সেলের এই স্মার্টফোন
অরিজিৎ সিং এবং সোমি আলী : শোনা যায়, সালমান খান তাঁর ছবি সুলতান থেকে অরিজিৎ-এর গান সরিয়ে দিয়েছিলেন বলে তাদের সম্পর্কের অবনতি হয়। এদিকে সালমান ও পাকিস্তানি অভিনেত্রী সোমি আলি দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। সোমি প্রায়ই সালমানকে দোষ দেন। তিনি নাকি তার হাতে নির্যাতনের শিকার হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।