লাইফস্টাইল ডেস্ক : মানব জীবনে গাছের গুরুত্ব অপরিসীম। পরিবেশের সুরক্ষায় এখন কম বেশি সব দেশই পরিকল্পনা করে গাছ লাগায়। গাছ লাগানো এখন ফ্যাশনেরও অনুষঙ্গ। ঘরেও এখন জায়গা করে নিয়েছে নানা জাতের গাছ।
কিন্তু পরিকল্পনা করে গাছ না লাগালে সেটা সৌন্দয্যবর্ধন তো করবেই না বরং ঘরটাই জঙ্গল হয়ে উঠতে পারে। ঘরে কী গাছ লাগালে ভালো- তা জানতে চীনা আর্ট ফেং সুইয়ের দ্বারস্থ হওয়া যায়।
ফেং সুইয়ের মতে, ঘরে নির্দিষ্ট জাতের গাছ লাগালে তা সৌন্দর্য্য বৃদ্ধি করে। মনে প্রশান্তি এনে দেয়। বিশ্বাস করা হয়, কিছু গাছ পরিবারে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে।
ফেং সুইয়ের মতে, যেসব গাছ ঘরে লাগানো যায় তা হলো -ম্যাজিকাল প্ল্যান্ট, ম্যাজিকাল ইনডোর প্ল্যান্ট, লাকি ব্যাম্বো, হাওয়াইয়ান টি প্ল্যান্ট, মানি ট্রি, জেড প্ল্যান্ট, শ্যামরক প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, সাদা ক্লোভার, পুদিনা, হানিসাকল, জুঁই ও গোলাপ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।