আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। শনিবার টুইটারে পোস্ট করা সোশ্যাল মিডিয়া ভিডিওগুলোর মধ্যে একটিতে দেখা গেছে কয়েকজন বিক্ষোভকারী খোমেইন শহরের একটি ভবনে আগুন লাগিয়ে উল্লাস করছে।
বিবিসি জানিয়েছে, একটি অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক জানিয়েছে, ফুটেজটি বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে।
এদিকে ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা অগ্নিসংযোগের ঘটনা অস্বীকার করেছে। তাসনিম বলেছে, শুধুমাত্র অল্প সংখ্যক বিক্ষোভকারী বাড়ির বাইরে জড়ো হয়েছিল। সংস্থাটি বাড়ির একটি ভিডিওও শেয়ার করেছে এবং বলেছে, ঐতিহাসিক বাড়ির দরজা দর্শকদের জন্য খোলা।
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায়, যেটি গত ৩০ বছর ধরে একটি জাদুঘর হিসেবে পরিনিত করা হয়েছে। তিনি ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতা ছিলেন, যা দেশটির পশ্চিমাপন্থী নেতা শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করেছিলো। তিনি ইরানের প্রথম সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। খোমেনি ১৯৮৯ সালে মারা যান।
তার উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের একটি তরঙ্গের মধ্যে তার পৈতৃক বাড়িতে আগুন সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে একটি। যা ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে থাকাকালীন ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর প্রায় দুই মাস আগে কট্টরপন্থী শাসনের অবসানের আহ্বান জানিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। কিন্তু শুক্রবার, নিরাপত্তা বাহিনীর হাতে নিহত তরুণ ইরানিদের অন্ত্যেষ্টিক্রিয়া নতুন বিক্ষোভের জন্ম দিয়েছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।