বিনোদন ডেস্ক : প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমি আবার কী করলাম রে ভাই। এইগুলা দুষ্টু কোকিলের কাজ। আমি নির্দোষ।’
নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৪ আয়োজনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চঞ্চল। সেখান থেকেই ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।
জানা গেছে, পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া আলোচিত ড্রাইভার আবেদ আলী এবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের নাম বলে দেবেন। গণমাধ্যমে সেই খবর প্রকাশের পর অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘মনপুরা’ সিনেমার একটি সংলাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিনেমার একটি দৃশ্যে নৌকায় বসে ছিলেন অভিনেতা মামুনুর রশীদ। তাকে গিয়ে চঞ্চল বলেন, ‘চাচা আপনি?’ ছবির সঙ্গে মজার ছলে সেই দৃশ্যকে মিলিয়েছেন নেটিজেনরা।
তবে চঞ্চল চৌধুরীর পোস্টে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনি যে নির্দোষ, তা চেহারা দেখেই বোঝা যাচ্ছে।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘জাপান ডাক্তার, খুব মজা পাইছি রে!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।