জুমবাংলা ডেস্ক : পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
আজ বুধবার ( ৭ আগষ্ট) তিনি এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মাইকেল চাকমাকে পাওয়া গেছে আয়নাঘর থেকে। ওর বন্ধুদের কাছে দিয়ে গেছে। অনময় চাকমা তার সাথে আছেন। তিনি ফোনে নিশ্চিত করেছেন’।
এর আগে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমাকে অবিলম্বে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। এ দাবি করেছেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন ও কয়েকটি বামপন্থী রাজনৈতিক দলের নেতারা। তাঁদের অভিযোগ, প্রতিবাদী কণ্ঠ তথা পার্বত্য চট্টগ্রামসহ দেশে ক্রমবর্ধমান আন্দোলন স্তব্ধ করতেই রাষ্ট্রীয় কোনো সংস্থা মাইকেল চাকমাকে তুলে নিয়েছে।
গত বছরের ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে মাইকেল চাকমা নিখোঁজ হন বলে তাঁর পরিবার ও সংগঠনের অভিযোগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।