বিনোদন ডেস্ক : গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। প্রয়াত এই তারকা বাংলা ব্যান্ড সংগীতের আইকনও। অন্যদিকে ব্যান্ড সংগীতের অন্যতম একটি দল অবস্কিওর। এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল সাইদ হাসান টিপু। ১৯৮৬ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম তৈরি সময়ই বাচ্চু ও টিপুর সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে। গান-বাজনার পাশাপাশি পারিবারিকভাবেও তাদের সম্পর্কটা ছিল বেশ মধুর।
প্রয়াত এই গিটার ও সুরের জাদুকরকে স্মরণ করে নতুন গান তৈরি করেছে অবস্কিওর ব্যান্ড। আর সেখানে কণ্ঠ দিয়েছেন টিপু ও কলকাতার দূর্বাদল বিশ্বাস। ‘একটা ছিল গানের মানুষ, বাঁচতো নিজের শর্তে/ শব্দ ছোয়ায় হৃদয়ে দোলা, লাগিয়ে দিত রক্তে’ কথার গানটি লিখেছেন কলকাতার কবি অমিত গোস্বামী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন দূর্বাদল। আর সংগীতে ছিল অবস্কিওর-এর সদস্যরা।
গানটি প্রসঙ্গে সাইদ হাসান টিপু বলেন, ‘বাচ্চু ভাই আছেন সবার ভালোবাসায়, হৃদয়ে। তাকে নিয়ে একটি ট্রিবিউট করার ইচ্ছে আমাদের বহুদিনের। এবার যখন কথাগুলো পেলাম, তখন আর দেরি করলাম না। অমিতের লেখাটি আমার দারুণ লেগেছে। তখনই এটি নিয়ে কাজ শুরু করলাম আমরা।
চন্দনা ভাবিকেও (আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা) গানটি শুনালাম, তখন ওনার চোখের জলই বলে দিল গানটি কেমন হয়েছে। বাচ্চু ভাইয়ের মতো এমন একজন মানুষকে নিয়ে আমাদের ছোট্ট প্রয়াস আশা করি, সবার ভালো লাগবে।’ অবস্কিওর ব্যান্ডের এই দলনেতা জানান, গানটি দু’এক দিনের মধ্যেই প্রকাশ হবে মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই-এ। খুব শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করা হবে। এরপর এটি প্রকাশ হবে আন্তর্জাতিক নানা প্লাটফর্মে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।