বিমানে আয়ুষ্মানকে চমকে দিল নারী ভক্ত

আয়ুষ্মান

বিনোদন ডেস্ক : সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। বলিউডের উঠতি তারকাদের মধ্যে তিনিই বক্স অফিসে দিয়েছেন একের পর এক হিট চলচ্চিত্র। আয়ুষ্মানের চলচ্চিত্রে যেমন হাসির রোল পড়ে যায় সিনেমাহলে, তেমনি নিজের চলচ্চিত্রের মাধ্যমে দুর্দান্ত সব সামাজিক বার্তাও দিয়েছেন অভিনেতা। বর্তমান সমাজের পরিস্থিতি একাধিকবার নিজের সিনেমায় তুলে ধরেছেন তিনি।

আয়ুষ্মান

স্বল্প সময়েই পেয়েছেন তারকাখ্যাতি। এবার আসছে তার চলচ্চিত্র ‘ড্রিম গার্ল ২’। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্রিম গার্ল’-এর সিক্যুয়েল এটি। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত তিনি।

কখনো দিল্লি, কখনো ছুটে যাচ্ছেন উত্তরপ্রদেশের কোনো শহরে। এরইমধ্যে যাত্রাপথে পেলেন এক ভক্তের চমকপ্রদ ভালোবাসা। বিমানের মধ্যে এক ভক্তের থেকে পাওয়া এমন ভালবাসায় আপ্লুত অভিনেতা নিজেও।
আসন্ন চলচ্চিত্র ‘ড্রিম গার্ল ২’-এর প্রচারণায় কোনো কমতি রাখছেন না আয়ুষ্মান।

ছুটছেন সব জায়গায়। কখনও মুম্বাই, কখনও দিল্লি, আবার কখনও উত্তরপ্রদেশে। সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে সিনেমাটির প্রচারণার কাজ সেরে মুম্বাইয়ের ফ্লাইটে উঠেন অভিনেতা।অভিনেতাকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন বিমানে থাকা যাত্রীরা। তাদের মধ্যেই সামনের সিটে বসে থাকা এক নারী ভক্তের কাছ থেকে অমূল্য এক উপহার পান আয়ুষ্মান।

সামনের সিটে বসা সেই নারী ভক্ত নিজের ফোনে একটি কথা লিখে আয়ুষ্মানকে দেখিয়েছেন। সেখানে লেখা ছিল, “ভারতীয় সিনেমার আশীর্বাদ হয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ।”

ভক্তের কাছ থেকে এমন উপহার পেয়ে আপ্লুত আয়ুষ্মান। ওই নারী অনুরাগী যখন ফোনে কথাটি লিখে তাকে দেখান, তখন সেই দৃশ্য নিজের ফোনে ক্যামেরাবন্দি করে রাখেন অভিনেতা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করে তিনি লেখেন, “একাধিক শহর ঘুরে ‘ড্রিম গার্ল ২’-এর প্রচারের চরম ব্যস্ততার মধ্যে মেয়েটি আমার দিন ভাল করে দিল।”

নেট দুনিয়ার সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, কারও সামনে দেখবেন না

২০১৯ সালে মুক্তি পায় আয়ুষ্মানের কমেডি ঘরানার চলচ্চিত্র ‘ড্রিম গার্ল’। বক্স অফিসে দুর্দান্ত সফল ছিল সিনেমাটি এবং আয়ুষ্মানের ক্যারিয়ারের অন্যতম আয় করা চলচ্চিত্র এটি। সিনেমাটির পূজা চরিত্রটি নিয়েই এবার সিক্যুয়েল তৈরি হয়েছে। প্রথম কিস্তির বেশির ভাগ তারকাই ‘ড্রিম গার্ল ২’তে অভিনয় করছেন। যার মধ্যে রয়েছেন আন্নু কাপুর, বিজয় রাজ, মনজোত সিং এবং অভিষেক ব্যানার্জি। নায়িকা হিসেবে নুসরাত ভারুচার পরিবর্তে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।

সূত্র : ইন্ডিয়া টুডে