বিনোদন ডেস্ক : বলিউড হার্টথ্রব আয়ুষ্মান খুরানা সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে গিয়ে ‘বারি বার্সি’ গানের সাথে ‘ময়ে ময়ে’র ফিউশন শুনে উচ্ছ্বসিত হন দর্শকরা। শুধু তাই নয়, গানের সঙ্গে ছিল আয়ুষ্মানের সিগনেচার ড্যান্স মুভ, যা নজর কেড়েছে সবার। তার এই পারফর্ম্যান্সের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই গান আবারও প্রমাণ করল গান সব ভাষার ঊর্ধ্বে। অর্থ না বুঝলেও ময়ে ময়ের সুরের মায়াজালে যেন আটকা পড়েছেন সবাই। মজার ব্যাপার হলো, ‘ময়ে ময়ে’র আসল উচ্চারণ ‘ময়ে মরে’।
ভালোমতো শুনলে একটি শব্দও বোঝা সম্ভব না, তারপরেও বেশ কিছুদিন ধরে চারদিকে যেন থামছেই না ময়ে ময়ের ঝড়। পুরো গান নয় এই দুটো শব্দ নিয়ে বিশ্ব তোলপাড়। প্রশ্ন হচ্ছে, আসলে এটি কী? ঠিক কোন কারণে এই গানটি এত ভাইরাল? কোথা থেকে এল এই গান!
২ মিনিট ৫৪ সেকেন্ডের ভাইরাল এই গানটি গেয়েছেন সার্বিয়ান গায়িকা ও সুরকার তেয়া দোরা। গানের ভিডিওচিত্রে মডেলিংও করেছেন তিনি।
সার্বিয়ার ভাষায় ময়ে শব্দের অর্থ দুঃস্বপ্ন। এই গানের কথা ও সুরে বিষাদ ছড়ানো আছে। গানে না পাওয়ার যন্ত্রণা আছে। গানটির কথা মূলত ৩০ বছরের বেশি বয়সের কোনো ব্যক্তিকে নিয়ে লেখা, যিনি অনেক সম্পর্কে জড়িয়েও মনের মতো কোনো সঙ্গী পাননি।
একে একে সবাই তাকে ছেড়ে গেছে। দুঃস্বপ্নের ঘোরে নিজেকে ফেলনা মনে করেন তিনি। এর মাঝেও খড়কুটো ধরে বাঁচতে চান। তিনি চান, কেউ তার পাশে এসে দাঁড়াক। তাকে কেউ বুঝুক, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিক।
নেটিজনদের মতে, এই গানের আকর্ষণীয় সুর ও বারবার ‘ময়ে ময়ে’ বা ‘ময়ে মরে’র পুনরাবৃত্তি সবার মনোযোগ কেড়ে নিতে পেরেছে। অধিকাংশ মানুষ বিষয়টি উপভোগ করলেও, অনেকে আবার এটাকে নিয়ে মজা করতেও ছাড়ছেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।