লালমনিরহাটে আজহারীর মাহফিল শেষে ট্রেনে কা.. টা পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

Rall

আবির হোসেন সজল, লালমনিরহাট : মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ফেরার পথে লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ মিয়া (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Rall

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারী গামী ট্রেনের ছাদ থেকে পরে তার মৃত্যু হয়। নিহত রাজ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত এলাকার মহুবার রহমানের ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ মিয়া লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে শেষ করে লালমনিরহাট-বুড়িমারী গামী ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় পৌঁছিলে অসাবধানতাবশত ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। ঘটনাস্থলাই তার মৃত্যু হয়।

Realme GT 7 Pro: Amazon সেলে বিশাল অফার

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।