ভারতের উদ্বেগকে হাস্যকর বলে অভিহিত করলেন মিজানুর রহমান আজহারী

Azhari

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের উদ্বেগের কঠোর সমালোচনা করেছেন আলোচিত ইসলামীক ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারী। ভারতের এমন উদ্বেগকে নিতান্তই হাস্যকর বলে অভিহিত করেছেন তিনি।

Azhari

রবিবার (১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মিজানুর রহমান আজহারী তার পোস্টে লিখেছেন, ‘মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা দেশ, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়।ব‍্যাপারটি নিতান্তই হাস্যকর!’

এদিকে, একই বিষয়ে সমালোচনা করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘যে সকল তথাকথিত সভ্য দেশ আমাদের দিন-রাত মানবতা ও সম্প্রীতির সবক শেখায়, এই ঘটনা প্রমাণ করে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা তাদের থেকে বহুগুণ এগিয়ে।’

‘বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘু নিপীড়ন চলে, সেই তারা যখন আমাদের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন তাদের প্রতি আমাদের শুধু করুণা হয়।’

তিনি আরো লিখেছেন, ‘আমাদের সম্প্রীতি প্রমাণ করে, অন্য অনেক বিষয়ে আমরা পৃথিবী থেকে পিছিয়ে থাকলেও সহনশীলতা, বৈষম্যহীনতা ও সম্প্রীতিতে আমরা বহুগুণ এগিয়ে আছি।’

‘এর প্রধান কারণ দুইটি। প্রথমত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আর ইসলাম আমাদের অন্য ধর্মাবলম্বীদের প্রতি সংযম ও সহনশীল আচরণ করতে শেখায়। ইসলামের এই শিক্ষার কারণেই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুদের প্রতি সব সময় সহানুভূতিশীল আচরণ করে থাকে।’

‘দ্বিতীয়ত, এদেশের আলেমগণ দেশের সকল সংকটময় মুহূর্তে পরম দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকেন। যার সুফল আমরা সব ধরনের মানুষ ভোগ করে থাকি। এ কারণে আলেমদের দেশের মূলধারায় যতবেশি সম্পৃক্ত করা যাবে, দেশ ও দেশের মানুষ ততবেশি উপকৃত হবে।