আজিমপুর থেকে মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেল সাবলেট ভাড়াটিয়া

Baby

জুমবাংলা ডেস্ক : রাজধানীর আজিমপুরের একটি বাসায় ঢুকে একটি শিশুকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই বাসার সাবলেটে ভাড়া থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটিয়েছেন।

Baby

এ বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসীম উদ্দীন বলেন, অপহরণ কিনা এখনো বোঝা যাচ্ছে না। বিষয়টি জটিল হয়ে দাঁড়িয়েছে। শিশুটির মায়ের সঙ্গে ঐ মহিলার মাত্র এক সপ্তাহ আগে পরিচয় হয়। পরে তাদের বাসার এক রুমে সাবলেট ভাড়া নেয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রথম বাসায় আছেন। বাসায় আসার একদিন পরই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাটি শোনার পর আমরা সেখানে যাই। অপহরণকৃত শিশুটির মা ঐ মহিলার কোন তথ্য দিতে পারছেন না। এবং তিনি যে তথ্য দিচ্ছেন সেগুলো কাজে আসছে না। তিনি অভিযোগ করেছেন, তার কাছ থেকে স্বর্ণালঙ্কার এবং অর্থ নিয়ে গেছে। তবে আমরা শিশুটি উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছি। উদ্ধারের পর বিস্তারিত বলতে পারবো।

জানা যায়, শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। তিনি আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন। তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন বিদ্যা সিনহা মিম

এদিকে এ ঘটনায় ফুটফুটে শিশুটির ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ফারজানার এক সহকর্মী। ওই পোস্টে তিনি লিখেন, আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটি নিয়ে গেছে।