জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলক্রসিংয়ে ছাদ থেকে পড়ে আহত হয় আজিজা (৮) নামে এক শিশু। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কোতোয়ালি মডেল থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আজিজা তার বাবা ও মাকে খুঁজছে। তারা ওই ট্রেনে ছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে যায় আজিজা। এ সময় রাশেদ নামে আরও একজন ছাদ থেকে লাইনের ওপর পড়ে ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেল গেট অতিক্রম করার সময় ঝুলে থাকা ইন্টারনেটের তারে আটকে রাশেদ ও আজিজা নামে দুইজন ট্রেনের ছাদ থেকে পড়ে যান। এ সময় রাশেদ ট্রেনের নিচে লাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং আজিজা নামে ওই শিশুটি আহত হয়।
এদিকে চলন্ত ট্রেনটি না থামায় গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছেন ট্রেনের ছাদে থাকা তার বাবা-মা ও ছোটভাই। পুলিশের জিজ্ঞাসাবাদে আজিজা জানায়, তাদের বাড়ি শেরপুর জেলার মাটিখোলা গ্রামে। বাবার নাম আলতাব আলী ও মায়ের নাম মোমেনা।
ওসি জানান, শিশুটির বক্তব্য অনুযায়ী শেরপুর জেলা সদর ও শ্রীবরদী থানায় মেসেজ পাঠানো হয়েছে।
বগুড়ায় তৈরি হচ্ছে সৌদি আরব-কাতারের ঐতিহ্যবাহী পোশাক ‘বেস্ত’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।