ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শরীফ ওসমান হাদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে ওসমান হাদীর মৃত্যুর খবরে “আলহামদুলিল্লাহ” লিখে পোস্ট এবং পরে কমেন্টে “টেরোরিস্ট কখনো শহীদ হয় না” মন্তব্য করায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ওই যুবক সামাজিক যোগাযোগমাধ্যমসহ সরাসরি বিভিন্ন সময় উত্তেজনাকর মন্তব্য করতেন। এরই ধারাবাহিকতায় ওসমান হাদীর মৃত্যুর পর এমন পোস্ট দিলে অনলাইন-অফলাইনে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে কসবা থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
তারা আরও জানান, গ্রেপ্তারকৃত যুবক একসময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন,সে উগ্র প্রকৃতির, তার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ ছিলো। উক্ত পোস্টের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আমরা তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



