লাইফস্টাইল ডেস্ক : হাতঘড়ি সাধারণত সকলে বাঁ হাতেই পরেন। কিন্তু বাঁ হাতই কেন, কেন ডান হাতে নয়, এর উত্তর কিন্তু একাধিক এবং দারুণ চিত্তাকর্ষক।
হাতঘড়ি তো সকলেই পরেন। এখন তো আবার স্মার্টওয়াচের যুগ। কিন্তু স্মার্টওয়াচ আসার পরও মানুষের সেই পুরনো বাঁ হাতে ঘড়ি পরার রীতিতে পরিবর্তন হয়নি। কেন মানুষ ডান হাতে না পরে ঘড়ি বাঁ হাতেই পরেন? এর পিছনে একাধিক কারণ লুকিয়ে আছে।
প্রথমত, অধিকাংশ মানুষ ডান হাতি হন। ফলে তাঁদের মূল কাজ করার হাত হল ডান হাত। তিনি ডান হাত দিয়ে লেখেন, অন্য কাজ করেন।
সেই হাতেই ঘড়ি পরা থাকলে ঘড়ি সহজভাবে লিখতে বা অন্য কোনও কাজ করার ক্ষেত্রে একটা অস্বস্তির কারণ হত। তা কিছু ক্ষেত্রে সহজে কাজটি করায় বাধা সৃষ্টি করত।
অন্যদিকে ডান হাতে নানা কাজ করায় ঘড়িটি ধাক্কা খাওয়া বা চোট হওয়ার আশঙ্কা থেকে যেত। তুলনায় বাঁ হাতের কাজ কম। তাই বাঁ হাতে থাকলে ঘড়িটিও ভাল থাকে। আর ডান হাত দিয়ে কাজও করা যায়।
এছাড়া বাঁ হাতে ঘড়ি থাকলে তা দেখতে সুবিধা হয়। ডান হাতেই কাজ করা। আবার ডান হাতই প্রয়োজনে ঘুরিয়ে ঘুরিয়ে ঘড়ি দেখাটার চেয়ে ডান হাতে কাজ করার সময় টুক করে বাঁ হাতে পরা ঘড়িতে নজর দেওয়া অনেক বেশি সহজ কাজ।
খুব কম সংখ্যক হলেও কয়েকজন অবশ্য ব্যতিক্রম আছেন। তাঁরা ডান হাতে ঘড়ি পরে থাকেন। তবে ডান হাতে ঘড়ি এখন কার্যত ফ্যাশন হিসাবেই ব্যবহার হয়। ব্যবহারিক প্রয়োজনে নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।