জুমবাংলা ডেস্ক : ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ সংখ্যা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছে এনটিআরসিএ।
সোমবার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ এক হাজার ১৪২টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠান সমূহে ৫৪ হাজার ৭২৮টি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৬ হাজার ৪১৪টি পদ শূন্য রয়েছে। এ তথ্যের সঠিকতা যাচাইয়ের কাজ চলছে। এই সংখ্যা পরিবর্তন হতে পারে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষকের পদ শূন্য থাকার কারণ জানতে চেয়ে এনটিআরসিএকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির জবাব সংস্থাটি দিয়েছে। সেখানে শূন্য পদের সংখ্যাও উল্লেখ করা হয়েছ।’
পদ শূন্য থাকার কারণ হিসেবে এনটিআরসিএ কি কি জানিয়েছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এনটিআরসিএর নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর হওয়ায় ১-১৫তম নিবন্ধনধারীরা ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে না পারা; বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন কাঠামো ভালো না হওয়ায় প্রার্থীদের আবেদন না করা; নারী কোটা বহাল থাকা অন্যতম। আমরা কারণগুলোর যৌক্তিকতা যাচাই করছি। এরপর এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।