‘বাজিগর’ ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন না শাহরুখ, এই দুই সুপারস্টারকে নিতে চেয়েছিলেন পরিচালক

বাজিগর সিনেমা

বিনোদন ডেস্ক : বলিউডের সিনেমা ইতিহাসে কিছু ছবির নাম যদি স্বর্ণাক্ষরে লেখা হয় তাহলে তার মধ্যে একটা হবে‌ রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘বাজিগর’। কেরিয়ারের শুরুতেই এই ছবি দিয়ে যে মাইলফলক শাহরুখ তৈরি করেছিলেন তা আজও প্রশংসনীয়।

বাজিগর সিনেমা

কেরিয়ারের শুরুতেই রোমান্স কিং-র খোলশ ছেড়ে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের একটি চরিত্রে অভিনয় করার যে সাহসিকতা তিনি দেখিয়েছিলেন তাকে প্রশংসা না করে পারা যায়! ছবিতে ‘অজয় শর্মা’ ওরফে ‘বিকি মলহোত্রা’র চরিত্রের বিভিন্ন দিক নিপুণ ভাবে বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন শাহরুখ। কিন্তু জানেন কি প্রথমে এই চরিত্রের জন্য মোটেও শাহরুখকে ভাবা হয়নি।

আসলে ছবির কনসেপ্ট যখন তৈরি হয় সেই সময় এই চরিত্রের জন্য ভাবা হয়েছিলো বলিউডের ভাইজান সলমনকে। কিন্তু সেইসময় সলমন অন্য প্রোজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় ‘বাজিগর’-র অফার রিজেক্ট করে দেয়। এরপর এই ছবির অফার যায় অনিল কাপুরের কাছে। কিন্তু নেতিবাচক চরিত্র দেখে তিনি পরিচালককে সাফ জানান যে, এই ধরণের ছবি তিনি করতে চান না।

কারণ অনিল সেইসময় কেরিয়ারের মধ্যগগনে এবং তার মনে হয়েছিলো এই ধরণের নেগেটিভ চরিত্র দর্শকরা ভালোভাবে নাও নিতে পারে‌। পরপর দুই অভিনেতার থেকে রিজেকশন পেয়ে আব্বাস-মস্তান তখন পড়েছেন মহা সমস্যায়। এই সময় তারা যখন অন্য অভিনেতার খোঁজ করছিলেন তখনই খোঁজ ফৌজ ধারাবাহিকের এক অভিনেতার।

ফৌজ ধারাবাহিকের মধ্য দিয়ে দর্শকমহলে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। নামডাকও হয়েছে বেশ। তারই এক সহ অভিনেতা অমৃত পটেল তার পরিচয় করায় আব্বাস-মাস্তানের সাথে। কিন্তু জানেন কি কে সেই অভিনেতা? তিনি আর কেউ নন, আজকের কিংবদন্তি স্টার বলিউড বাদশা শাহরুখ খান।

৫০ বছর ধরে চুরি, অবশেষে ধরা পড়লো চোরের দল

সেইসময় কে জানতো যে ধারাবাহিকের এই ছেলেটাই একদিন বলিউড কাঁপাবে! অমৃতের কথা মেনে শাহরুখের কাছে এই ছবির প্রস্তাব নিয়ে যান আব্বাস-মস্তান। শাহরুখ প্রথমে তাঁদের কাছে ছবির স্ক্রিপ্ট শুনতে চান। স্ক্রিপ্ট মোটামুটি শুনে নিয়ে ছবির জন্য হ্যাঁ করে দেন শাহরুখ। আর তারপরেই ঘটে যায় ইতিহাস। হলের মধ্যে দর্শকদের উল্লাসই বলে দেয় ছবি কোন জায়গায় পৌঁছে গেছে।