বাবার বয়সী প্রযোজক অভিনয়ের সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে বিছানায় ডাকেন অভিনেত্রীকে

অভিনেত্রী রতন রাজপুত

বিনোদন ডেস্ক : প্রায় বাবার বয়সি ৬৫ বছরের প্রযোজক যখন অভিনয়ের সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে বিছানায় ডাকেন, তখন কেমন লাগতে পারে এক ভাগ্যান্বেষী তরুণীর? ১৪ বছর আগের সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারেন না রতন রাজপুত।

অভিনেত্রী রতন রাজপুত

‘আগলে জনম মোহে বিটিয়া হে কি জো’ ধারাবাহিকে জনপ্রিয় মুখ তিনি। নিয়মিত ব্লগ লেখেন, ভ্লগও বানান তিনি। সমাজমাধ্যমে তাঁর অনুসরণকারীর সংখ্যাও কম নয়। সম্প্রতি এক ভ্লগে রতন ভাগ করে নিলেন তাঁর সংগ্রামের দিনগুলোর বিভীষিকার কথা। জানালেন ‘কাস্টিং কাউচ’-এর শিকার হয়েছিলেন তিনিও।

‘সন্তোষী মা’-র অভিনেত্রী সেই প্রযোজকের নাম না করেই বললেন, “আমার সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চাইছিলেন তিনি। আমি তখন বললাম, আমি তো আপনার মেয়ের বয়সি! কী করে বন্ধুত্ব হবে? তিনি তখন বললেন, শোনো, আমার মেয়েও যদি আমার ছবি দিয়ে অভিনয়ে পা রাখতে চাইত, ওর সঙ্গেও শুতাম।”

এর পর সেই প্রযোজকের হাত থেকে কোনও রকমে পালিয়ে বাঁচেন রতন। ২০০৬ সালে ‘রাবণ’ দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু করেন রতন। তার পর একের পর এক প্রস্তাব। বিগ বস ৭-এও প্রতিযোগী হয়েছিলেন।

ঘুমের ঘোরে ফুটবল খেলতে গিয়ে খাট ভেঙে ফেললো নবাব

তবে বাবা চলে যাওয়ার পর বহু দিন মানসিক অবসাদে ভোগেন। ২০২০ সালে লকডাউন আবহে তিনি ইউটিউব চ্যানেল শুরু করেন। ভ্রমণের গল্প থেকে শুরু করে জীবনের নানা দিক সেখানে তুলে ধরে বহু মানুষের হৃদয় ছুঁয়ে যান।