বিনোদন ডেস্ক : শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ছিল বৃহস্পতিবার (২১ মার্চ)। ছেলের জন্মদিন উপলক্ষে শাকিবের গুলশানের বাসায় বুবলীর আগমন দেখেছে ভক্তরা। সেখানেই ছোট পরিসরে পারিবারিক আয়োজন করতে দেখা যায় নানারকম ছবিতে।
ছেলের জন্মদিন উপলক্ষে শাকিব খান দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেন। দিনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন ভিডিও দিয়েছিলেন বুবলী। তারপর থেকে পাল্টাপাল্টি অভিযোগের স্নায়ুযুদ্ধ চলেছে যা ভাইরাল হয়েছে রীতিমতো।
তবে সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শাকিবের বাসায় হাজির হয়েছিলেন বুবলী ও তার ছেলে বীর। সেখানকার অনেকগুলো ছবি ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। যার একটি ছবিতে দেখা যায়, শাকিবের গুলশানের বাসায় বাবার চেয়ারে বীরের মতোই বসে আছে বীর। টেবিলে রাখা কাস্টমাইজ জন্মদিনের কেক।
শুধু তাই না, শাকিব খানের মায়ের সঙ্গে অর্থাৎ দাদীর সঙ্গে কেক কাটেন শেহজাদ। পাশে ছিলেন বুবলী। হয়তো শাকিবও ছিলেন কিন্তু ফ্রেমে আসেননি।
বাবার চেয়ারে ছোট ছেলেকে দেখে নেটিজেনরা অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ কেউ আবার প্রশ্নও রেখেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’।
এবারের ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। অন্যদিকে বুবলীর ‘দেওয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।