বাবার লেখা স্ক্রিপ্টে ‘কৃষ-৪’ শুরু করছেন হৃতিক

হৃতিক রোশান

বিনোদন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় আগে হৃতিক রোশান অভিনীত ‘কোই মিল গায়া’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপরে সিনেমাটির আরও দুটি কিস্তি এলেও চতুর্থ কিস্তির জন্য অপেক্ষায় রয়েছেন হৃতিক ভক্তরা।

হৃতিক রোশান

এদিকে গত ১৯ অক্টোবর বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি তিনটি ছবি আপলোড করে লেখেন, ‘নিড ধুপ লাইক জাদু’ অর্থ্যাৎ ‘জাদুর মতো আলো চাই’।

শ্রদ্ধার পোস্টটি অনুরাগীদের পাশাপাশি হৃতিক রোশনেরও মনোযোগ আকর্ষণ করে। নায়িকার ছবির নিচে মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়ে হৃতিক লেখেন, ‘সে আসছে। তাকে জানিয়ে দিব।’

এমন মন্তব্যের জবাবে ‘আশিকি ২’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা লেখেন, ‘সত্যি? কখন, কবে, কোথায়! বলুন, বলুন।’

হৃতিক ও শ্রদ্ধার এ কথপোকথন থেকে বোঝা যাচ্ছে, খুব তাড়াতাড়িই হয়তো ‘কৃষ ৪’-এর শ্যুটিং শুরু হবে। হৃতিক সম্ভবত সেই ইঙ্গিতই দিলেন বলে নেটিজেনদের ধারণা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ‘কৃষ ৪’ নিয়ে ফিরছেন হৃতিক রোশন। কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগের সিনেমার স্ক্রিপ্টে হ্যাঁ বললেন অভিনেতা।

জানা গেছে, এই সুপারহিরোর সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন অভিনেতার বাবা তথা চিত্রপরিচালক রাকেশ রোশন। যদিও বাবার লেখা স্ক্রিপ্টে বেশ কিছু বদল এনেছেন অভিনেতা। হৃতিক নিজের মতো একাধিক ইনপুট দিয়েছেন এই সিনেমায়।

ক্যাটরিনা বা ঐশ্বর্য নয়, যাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান

অভিনেতার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চে শুরু হবে ‘কৃষ ৪’ -এর শুটিং।