বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিল মেয়ে

এসএসসি পরীক্ষা

জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে হুমায়রা ইয়াসমিন হিমু নামে এক ছাত্রী। আজ বুধবার সকালে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষায় অংশ নেয় সে। তার বাবা আব্দুল হাকিম (৪৮) গতকাল মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এসএসসি পরীক্ষা

হুমায়রা ইয়াসমিন হিমু তেঁতুলিয়ার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। দুই ভাই বোনের মধ্যে সে ছোট। বড় ভাই জাহিদ হাসান জনি রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে পড়ালেখা করছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিমুর বাবা আব্দুল হাকিম জেলার তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠান শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথে মারা যান তিনি।

হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

তার দুই বান্ধবী হাবিবা আক্তার রুম্পা ও হাবিবা আক্তার জানায়, বাবার মৃত্যুতে হিমু মানসিকভাবে ভেঙে পড়েছে। পরীক্ষা দিতে চাইছিল না। কিন্তু পরীক্ষা না দিলে ফল অকৃতকার্য হবে। তাই সে হলে আসে।

ছবিটি জুম করে দেখুন কি লুকিয়ে রয়েছে এই গাছের ডালে

তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী জানান, পরীক্ষা দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে হিমু। কোনোভাবে পরীক্ষা শেষ করে চলে যায়।