বাবার মৃ.ত্যু, বাড়িতে এসে ঘরচাপায় ঝড়ে প্রাণ গেল মেয়েরও

VIllage

জুমবাংলা ডেস্ক : ভোলায় বাবার মৃত্যুর খবর শু‌নে বা‌ড়িতে এসে ঝ‌ড়ে ঘরচাপায় মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

VIllage

শ‌নিবার (২১ সে‌প্টেম্বর) ভোলার চরফ্যাশন উপ‌জেলার দুলারহাট থানার নুরাবাদ ইউ‌নিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের চর তোফাজ্জল গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।

নিহত ইয়ানুর বেগম (৩২) পটুয়াখালীর গলা‌চিপা উপ‌জেলার চরকাজল গ্রা‌মের জাফ‌রের স্ত্রী।

তিনি চরফ্যাশন উপ‌জেলার দুলারহাট থানার নুরাবাদ ইউ‌নিয়‌নের চর তোফাজ্জল গ্রা‌মের ৪ নম্বর ওয়া‌র্ডের আব্দুল ওদুদের মে‌য়ে।

এ ঘটনায় আহতরা হলেন- ইয়ানু‌রের মা আ‌য়েশা বেগম (৫০), ইয়ানু‌রের সন্তান ওমর ফারুক (৭), সা‌দিয়া আক্তার (৪) ও রিপা আক্তার (৮)।

স্থানীয়রা জানান, পাঁচ দিন আগে ইয়ানু‌রের বাবা আবদুল ওদুদের মৃত্যু হয়। ওইদিন খবর পে‌য়ে ইয়ানুর তার স্বামী ও সন্তান নি‌য়ে বাবার বা‌ড়ি আ‌সেন। ২০ সেপ্টেম্বর রা‌তে খাবার খে‌য়ে তারা সবাই ঘু‌মি‌য়ে প‌ড়েন। পরে ভোর ৪টার দি‌কে হঠাৎ ঝ‌ড় শুরু হলে ঘরচাপায় ঘটনাস্থ‌লেই মারা যান ইয়ানু‌র। এ ঘটনায় তার তিন সন্তান ও মা আহত হন।

সকালে ওরা আম্মা ডাকলেও রাতে ক্ষুধা মিটাতে বিছানায় ডাকে : সন্ধ্যা নাইডু

এ বিষয়ে ওসি মাকসুদুর রহমান বলেন, ‘ইয়ানু‌রের বাবা আবদুল ওদুদ কিছুদিন আগেই মারা গেছেন। ঝ‌ড়ে ঘরচাপায় তার মেয়েরও মৃত্যু হয়েছে। এ সময় ঝড়ে আবদুল ওদুদের পরিবারের সবাই আহত হয়েছেন।’