বিনোদন ডেস্ক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সেই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। বোন প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও উপস্থিত ছিলেন বলিউডের ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র।
অন্যদিকে, রাঘবের আমন্ত্রণে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত সিং মানসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। বাগদান ঘটা করে হলেও বিয়ের তারিখ এখনো প্রকাশ্যে আনেননি রাঘব বা পরিণীতি। রাঘবকে জীবনসঙ্গী পেয়ে খুশি পরিণীতি। সে কথা জানিয়েছেন মন খুলে।
তবে কেমন স্বামী তিনি চান না, সেটা জানাতেও কুন্ঠাবোধ করেননি বলিউড নায়িকা। পরিণীতি আসলে নিজের বাবার মতো পুরুষকে স্বামী হিসেবে কখনোই চান না জীবনে। নেপথ্য কারণ ঠিক কী?
পরিণীতির এই ভাবনা সাম্প্রতিক সময়ের নয়। অভিনেত্রী আমির খানের শো ‘সত্যমেব জয়তে’ গিয়ে নিজের মনের এই কথা জানান। পরিণীতির বাবা নাকি ভীষণ কড়া। তার মধ্যে পুরুষসুলভ অহমিকাও রয়েছে, যা একোবরেই পছন্দ নয় পরিণীতির।
অভিনেত্রীর কথায়, ‘আসলে আমাদের বাড়িতে ছেলেদের রান্নাঘরে যেতে দেয়া হত না, কাঁদলে ধমক দেয়া হত মেয়েদের মতো কাঁদচ্ছি কেন বলে। এছাড়াও পুরুষসুলভ অহমিকাও ছিল। তবে আমার মনে হয়, বাবাকে যে ভাবে বড় করে তোলা হয়েছে, সেটাই কাজ করছে তার স্বভাবের পেছনে। এর জন্য দায়ী প্রাচীনপন্থী ধ্যান ধারণা।’
কিন্তু কেমন পুরুষ তার পছন্দ? কী তিনি খোঁজেন তার সঙ্গীর মধ্যে? অভিনেত্রী জানিয়েছিলেন, তাকে মজাদার মানুষ হতে হবে, সম্মান করতে হবে তাকে।
পরিণীতি বলেছিলেন, ‘তেমন পুরুষ পছন্দ, যিনি নিজেই নিজের জীবন গড়ে নিয়েছেন, প্রতিষ্ঠা পেয়েছেন।’ এরপর পরিণীতি জানান, তার জীবনসঙ্গী হতে চাইলে ঘুরতে ভালোবাসতে হবে।
অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমারই মতো তার আগ্রহের ক্ষেত্র হবে বেড়ানো। সমুদ্র, নদী ভালোবাসতে হবে। স্কুবা ডাইভিং করতে চাইবে সে আমার সঙ্গে। না হলে চলবে কেন!’ এদিকে বাগদান পর্ব মিটতেই দিল্লি থেকে মুম্বাই পাড়ি দিয়েছেন অভিনেত্রী। তবে বিয়ের তারিখ এখনো অজানা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।