বাবার নির্বাচনী প্রচারে নেহা শর্মা

neha

বিনোদন ডেস্ক : রাস্তার যতদূর দৃষ্টি যায়, ততদূর মানুষ আর গাড়ি বহর। গাড়ি বহরের সামনের গাড়িটিতে দাঁড়ানো বলিউড অভিনেত্রী নেহা শর্মা ও তার বাবা অজিত শর্মা। উপস্থিত লোকজনের উদ্দেশ্যে দু’জনেই হাত নাড়ছেন। নেহা শর্মা নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ভিডিও স্থিরচিত্র শেয়ার করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।

neha

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন নেশা শর্মার বাবা অজিত শর্মা। বিহারের ভাগলপুর আসন থেকে কংগ্রেসের টিকিট পেয়েছেন তিনি। বাবার ভোটের প্রচারে অংশ নেন নেহা শর্মা।

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত। গত ১৯ এপ্রিল দেশটির ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ হবে। শুক্রবার (২৬ এপ্রিল) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফায় বিহারেও ভোটগ্রহণ চলছে।

নোকিয়া ফোন উৎপাদনকারী কোম্পানি এইএমডি আনলো দুর্ধর্ষ এক স্মার্টফোন

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নেহা শর্মা। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘চিরুথা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে। ২০১০ সালে ‘ক্রুক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন।