বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী-নির্মাতা পূজা ভাট। তার আরেক পরিচয় তিনি নির্মাতা মহেশ ভাটের কন্যা। নব্বই দশকে পূজার ক্যারিয়ার যখন মধ্যগগনে, তখন তুমুল বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে মহেশ ভাটের সঙ্গে পূজার চু.মুর ছবি প্রকাশের পর এই বিতর্কের জন্ম হয়। বিষয়টি নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তারা।
সেই সময়ে সংবাদ সম্মেলন করে নজর ঘোরানোর চেষ্টা করেও ব্যর্থ হন পূজা। বরং হিতে বিপরীত হয়। কারণ মহেশ ভাট বলে বসেছিলেন, ‘পূজা যদি আমার মেয়ে না হতো, তাহলে আমি ওকেই বিয়ে করতাম।’
পরিচালকের এই মন্তব্য আগুণে ঘি ঢালার কাজ করেছিল। নিন্দার রোষানলে পড়েছিলেন পূজা। পুরোনো সেই বিষয় নিয়ে ফের মুখ খুললেন পূজা ভাট।
কয়েক দিন আগে সিদ্ধার্থ কান্নানকে সাক্ষাৎকার দিয়েছেন পূজা ভাট। এ সময় পূজাকে প্রশ্ন করা হয়, সেই চু.মুর ছবি নিয়ে অনুশোচনা হয় কিনা? জবাবে পূজা বলেন— ‘না। কারণ আমি এটিকে খুব স্বাভাবিকভাবে দেখি। দুর্ভাগ্যবশত, এটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রায়ই দেখবেন, আপনার সন্তান বলছে, মাম্মি-পাপা, আমাকে একটি চু.মু দাও। এই বয়সেও আমি আমার বাবার কাছে ১০ পাউন্ডের একটি শিশু। আমার বাবা আমার কাছে এমনই থাকবেন।’
লক্ষণগুলো দেখে বুঝে নিতে পারবেন আপনি কখনোই ধনী হতে পারবেন না
চু.মুর ছবির ভিন্ন অর্থ দাঁড় করিয়েছিলেন মানুষ। তা উল্লেখ করে পূজা বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত ছিল, যা একেবারেই নিষ্পাপ। বিষয় যাই হোক না কেন, মানুষ সেটাকে নিজের মতো পড়বেন, নিজের মতো অর্থ দাঁড় করাবেন। এটা তো আমি বন্ধ করতে পারব না। আপনি যদি বাবা-মেয়ের সম্পর্ককে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তারপরও আমরা পারিবারিক মূল্যবোধ নিয়ে কথা বলি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।