সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের (বীর প্রতীক) দাফন সম্পন্ন হয়েছে। দুই দফায় জানাজা শেষে সোমবার (৪ আগস্ট) গভীর রাতে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টায় ইউনিয়নের হাধুরখীল এলাকার হাধু চৌধুরী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সাবেক সেনাপ্রধানের জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজার ইমামতি করেন খতিব হাসানুল করিম মুনিরী। পরে রাত ১১টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। নিহতের শেষে ইচ্ছানুযায়ী তাকে তার বাবা ডা. মাহামুদুল হকের কবরের পাশে সমাহিত করা হয়।
এদিকে সাবেক সেনাপ্রধানের জানাজার নামাজে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উচ্চপদস্থ সাবেক বর্তমান প্রশাসনিক কর্মকর্তা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শীর্ষ স্থানীয় ব্যক্তি, পরিবার ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়নি।
সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের লাশ উদ্ধার করা হয়। ক্লাবের ৩০৮ নম্বর রুমের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হারুন-অর-রশীদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।