বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা অনিল আরোরা আর নেই।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দল। সেই সঙ্গে মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন মালাইকার বাবা। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এমনকি কেন তিনি এমন পদক্ষেপ নিলেন তাও স্পষ্টভাবে জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, মর্মান্তিক এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান।
রিলিজ হল ঘাম ঝরানোর নতুন ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
প্রসঙ্গত, মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন মালাইকার বাবা। মালাইকার বয়স যখন ১১ বছর, সে সময় বিবাহবিচ্ছেদ ঘটে তার মা ও বাবার। এরপর থেকে মায়ের সঙ্গেই থাকতেন মালাইকা ও তার বোন অমৃতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।