বাবা হতে চলেছেন হলিউডের ‘ডেডপুল’

ডেডপুল

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলি। খুব দ্রুত নতুন সদস্য আসতে চলেছে তাদের সংসারে। বর্তমানে এই দম্পতির সংসারে জেমস, ইমেজ এবং বেটি নামের তিন সন্তান রয়েছে। ৩৫ বছর বয়সী ব্লেক আবার মা হতে পারায় খুশির অন্ত নেই রায়ান-ব্লেকের সংসারে।

ডেডপুল

বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) একটি ফোর্বস পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই তারকা দম্পতি। তখনই সবার নজরে আসে ব্লেকের স্ফীতোদর।

সম্প্রতি এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চান। এর জন্য তিনি কিছু সময়ের জন্য অভিনয় জগৎ থেকে দূরে থাকতে চান।

তিনি সাংবাদিকদের আরও জানান, আমি চাই বাচ্চাদের দেখভালের জন্য ওদের বাবা অথবা মা যে কোনো একজন সবসময় থাকুক।

সাগরের ইলিশে ভরপুর চাঁদপুরের মৎস্য আড়ৎ

তারকা দম্পতির পরিবারে নতুন সদস্য আসার খবর শুনে ভক্তরা খুশি হওয়ার পাশাপাশি হতাশও হয়েছেন। কেননা নতুন সদস্যের আগমনের জন্য অভিনয় জগৎ থেকে বেশ লম্বা সময়ই অনুপস্থিত থাকবে এই হলিউড তারকা দম্পতি।

সূত্র: দি হলিউড রিপোর্টার