বাবা হয়েও আক্ষেপ রণবীরের

রণবীর ও আলিয়া

বিনোদন ডেস্ক : আলিয়ার সঙ্গে বিয়ের আগে অনেকের সঙ্গেই চুটিয়ে প্রেম করেছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। তবে এবার মনোযোগী হয়েছেন সংসারে। সম্প্রতি হয়েছেন এক কন্যাসন্তানের বাবা। আর তাতেই আক্ষেপ করছেন তিনি।

রণবীর ও আলিয়া

বাবা হওয়ার পর নাকি জীবন বদলে গেছে রণবীরের। সন্তানকে প্রথমবার কোলে নিয়ে কেঁদে ফেলেছিলেন এই অভিনেতা। আর তখন থেকেই নতুন সব অনুভূতি আর খেয়ালের আনাগোনা রণবীরের জীবনে।

সম্প্রতি তিনি অংশ নিয়েছিলেন, সৌদি আরবের জেদ্দাতে অনুষ্ঠিত হচ্ছে ১০ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে। ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’-নামে সেই চলচ্চিত্র উৎসবে তিনি তার মনের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

তিনি আফসোস করে উৎসবের ওই মঞ্চে বলেন, এমনও যে হয়, আগে কেন বুঝতে পারেননি! এ অভিনেতা আরও বলেন, “ভাবছি, ভুল করে ফেললাম। আমার যখন ৬০ বছর বয়স হবে, আমার সন্তানদের বয়স ২০ বা ২১! এটা কি ঠিক হলো? ওদের সঙ্গে ফুটবল খেলতে পারব তো আমি? দৌড়তে পারব ওদের সঙ্গে?”

৪০ বছর বয়সে বাবা হওয়ায় তাই রীতিমতো আক্ষেপ করছেন রণবীর। কন্যা রাহাকে নিয়েও বুনছেন নানান স্বপ্ন।

সহ-অভিনেতাকে সত্যিই কি অপমান করেছিলেন মিমি চক্রবর্তী

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, রাহাকে বড় করে তুলতে দায়িত্ব ভাগ করে নিবেন আলিয়া এবং রণবীর। যখন আলিয়া শুটিংয়ে ব্যস্ত থাকবে তখন রণবীর বিরতি নিবেন আবার রণবীরের কাজের সময় আলিয়া সামলাবে তাদের সুখের সংসার।