বিনোদন ডেস্ক : এবার বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করায় রেগে বলিউডের শান্তশিষ্ট অভিনেতা হিসেবে পরিচিত অভিষেক বচ্চন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘কেস তো বনতা হ্যায়’-এর স্টুডিওতে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিষেক বচ্চন। চলছিল লাইভ সম্প্রচার। শো’র কমেডিয়ান পরিতোষ হঠাৎই অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুরু করেন।
বাবা অমিতাভের নামে পরিতোষের মুখে রসিকতা শুনে রেগে যান অভিষেক। সোজা বেরিয়ে যান শোয়ের মাঝখান থেকে। অভিষেকের এমন কাণ্ডে অনেকটা স্তব্ধ যান বিচারকের আসনে বসা রীতেশ দেশমুখ ও কুশা কাপিলা। অভিষেকের একটাই কথা, ‘আমাকে নিয়ে যতখুশি রসিকতা করুন। কিন্তু বাবাকে নিয়ে নয়। মানুষকে সম্মান করতে শিখুন।’
এরপর অভিষেককে শান্ত করার চেষ্টা করেন পরিতোষ। তখন অভিষেক বলেন, ‘এটা নেওয়া যাচ্ছে না। মানুষ মানুষকে একটু তো সম্মান দিতেই পারে! লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?’ উল্লেখ্য, রসিকতা করতে গিয়ে রাগিয়ে ফেলার মতো ঘটনা মাঝে মধ্যেই শোবিজ অঙ্গনে দেখা যায়। কিছু দিন আগেই স্ত্রীকে নিয়ে রসিকতা করায় অস্কারের মঞ্চে কৌতুকা অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে চড় পর্যন্ত মেরে বসেন উইল স্মিথ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel