বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকাজুটি আনুশকা ও বিরাট দুজনে অনেক দিন ধরেই ছিলেন বেশ ব্যস্ত। আনুশকা শর্মা লম্বা সময় কাটিয়েছিলেন কলকাতায় ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে। আর বিরাটের ব্যস্ততার কারণ ছিল টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। সবশেষে এবার নিজেদের একান্ত সময় কাটানোর পালা!
তাই এবার চলে গেলেন পাহাড় ভ্রমণে। বরাবরই পাহাড় যেতে ভালোবাসেন এই তারকা দম্পতি। এবারও ঘটেনি তার ব্যতিক্রম। উত্তরাখণ্ডের পাহাড়ে খুদে ভামিকাকে নিয়ে চলে গেলন এই তারকা জুটি।
আনুশকা-বিরাট গিয়েছেন নৈনিতালের কাইঞ্চি ধাম। হনুমানের কাছে পুজো দেন তিনজন মিলে। সেখানের ভক্তদের সঙ্গে ফটোও তুললেন বিরুশকা জুটি। এ ছাড়া গিয়েছিলেন বিখ্যাত নিম করোলি বাবা আশ্রমেও আশীর্বাদ নিতে। সেখানে তোলা তাদের ছবি ভাইরাল আপাতত সোশ্যাল মিডিয়ায়।
এবার তো এয়ারপোর্ট লুকেও চমক রেখেছিলেন বিরাট আর আনুশকা। সাদা টি-শার্টে দুজন টুইনিং তো করছিলেনই, সঙ্গে আবার বিরাটের টি-শার্টের বুকে লাল দিয়ে ছিল একটা লাভ সাইন। তার তলায় লেখা ছিল ‘A’। সঙ্গে কালো রঙা প্যান্ট, ব্যাগপ্যাক, চোখে চশমা। আসলে প্রেম জাহির করার কোনো সুযোগই ছাড়েন না এই হ্যান্ডসাম হাঙ্ক।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।