বিনোদন ডেস্ক : গত বছর ভালোবেসে বিয়ে করেন বলিউডের তারকা দম্পতি বিক্রান্ত মাসি ও শীতল ঠাকুর। বিয়ের ১৯ মাস পর গুঞ্জন উড়ছে, বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
Advertisement
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘সন্তান আগমনের খবরে দারুণ আনন্দিত বিক্রান্ত-শীতল। জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছেন তারা।’
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ‘মির্জাপুর’খ্যাত বিক্রান্ত কিংবা শীতল।
‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজের শুটিং সেটে পরিচয় বিক্রান্ত-শীতলের। সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৯ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে বাগদান সারেন তারা। গত বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।