বিনোদন ডেস্ক : বিলাসবহুল এক গাড়ি দিয়ে বাবা-মাকে চমকে দিয়েছেন রাফসান দ্য ছোটভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। প্রায় ৪ বছর আগের পরিকল্পনাকে বাস্তবে পরিণত করতে পেরে নিজের ফ্যানবেজকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রবিবার (৫ মে) ‘রাফসান দ্য ছোটভাই’ নামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও থেকে এ তথ্য জানা যায়।
ভিডিওতে দেখা যায়, টানা ২ বার বিভিন্ন মডেলের গাড়ি কেনার কথা বলে মজা করে বাবা-মা এবং ভাইকে চমকে দেয়ার চেষ্টা করেন রাফসান। তবে আসল আকর্ষণ বাবা-মার জন্য কেনা একটি বিলাসবহুল জার্মান ‘অডি’ গাড়ি, তাদেরই গ্যারেজে এরইমধ্যে সাজিয়ে প্রস্তুত করে রাখা হয়। গাড়িটি দেখে রাফসানের বাবা-মা আবেগে আপ্লুত হয়ে পড়েন। রাফসান নিজেও এই উপহার দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভিডিওতে কথার খেই হারিয়ে ফেলছিলেন বার বার।
রাফসান তার ভিডিওতে জানান, প্রায় ৪ বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় তাদের গাড়িটি বিক্রি করে ফেলা হয়। তখন থেকেই বাবা-মাকে নিজের টাকায় একটি বিলাসবহুল গাড়ি দিয়ে অবাক করে দেয়ার এক প্রচণ্ড জেদ কাজ করে তার ভেতর। এজন্য যে কোনো ধরনের পরিশ্রম এবং কষ্ট করার জন্য প্রস্তুত ছিলেন তিনি। তবে আরও অনেক জমানো গল্প ও ইচ্ছার কথা, তার ফলোয়ার বা অনুসারীদের পরে এক সময় জানাবেন বলে ভিডিওতে উল্লেখ করেন তিনি।
ইউরোপ-আমেরিকাতে এই অডি গাড়ি বিলাসীতার প্রতীক হিসেবে দেখা যায়। বাংলাদেশের খুব কম মানুষের কাছেই এ গাড়ি আছে। ২০২৩ সালের একটি প্রতিবেদন বলছে, গত পাঁচ বছরে অডি গাড়ি আমদানি হয়েছে মাত্র ২৯৭টি। ২০২২ সালে অডি গাড়ি আনা হয়েছে মাত্র ৬৯টি। বিলাসবহুল এইসব গাড়ির বর্তমান মূল্য ২ কোটি টাকার উপরে।
তবে এই বিলাসবহুল গাড়ি উপহার দেয়ার পিছনের এক প্রচণ্ড ইচ্ছাশক্তি এবং জেদের কথা উল্লেখ করেছেন ২৬ বছর বয়সী রাফসান। তার অনুসারীদেরকেও স্বপ্ন পূরণের জন্য কোনো প্রকার অজুহাত না দেয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি এই লম্বা সময়ে তার পাশে থাকার জন্য অনুসারী বা ফ্যানবেজকে ধন্যবাদ জানান রাফসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।