বাবা-মাকে যে অবস্থা দেখে সুহানার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল

সুহানা

বিনোদন ডেস্ক : শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রির কিং খান। ৯০’এর দশকের অন্যতম নাম তিনি। সেইসময় একের পর এক হিট ছবিতে অভিনয় তাকে ইন্ডাস্ট্রির কিং খান বানিয়ে দিয়েছে। দর্শকমহলেও তার ভক্তের সংখ্যা অগণিত। পর্দায় তাকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন তার অগণিত অনুরাগীমহল। তবে সম্প্রতি নিজের কারণে নয়, মেয়ে সুহানা খানের একটি পুরনো ভিডিওর সূত্র ধরেই নেটদুনিয়ায় নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় অভিনেতা।

সুহানা

বর্তমানে প্রায়ই সুহানা খানের সূত্র ধরে চর্চায় থাকতে দেখা যায় তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় সুহানা খানের একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যেটি দেখে বোঝাই যাচ্ছে এটি বেশ অনেক আগেকার একটি ভিডিও। সেইসময় অনেক বয়স কম ছিল সুহানার। ভিডিওতে নিজের মা গৌরী খানকে নকল করতে দেখা গিয়েছে তাকে, যা দেখে নিজের হাসি সংযত করতে পারেননি অভিনেতা নিজেও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা মিলেছে সেই আগেকার কিং খানের। সেখানে অভিনেতাকে ক্যামেরার সামনে নিজের ঘরের কিছু প্রিয় জিনিসপত্র দেখিয়ে বেশকিছু কথা বলতে শোনা গিয়েছে। ঐ সময় সেখানে উপস্থিত ছিলেন তার কন্যা সন্তান সুহানা খান ও অন্য এক ব্যক্তি। আর এই ভিডিওতেই ঐ ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তার মাঝেই অভিনেতা যখন তাকে জিজ্ঞাসা করেন, মা গৌরী খান কিভাবে অভিনেতাকে ডাকেন?

Throwback Video: Suhana Khan Cutely Shouting At Shah Rukh Khan

এই প্রশ্ন শোনা মাত্রই সে কোমরে হাত দিয়ে মাকে নকল করতে থাকে, যা দেখে হাসি সামলাতে পারেননি অভিনেতা নিজেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এই পুরনো ভিডিওটি ভাইরাল হতেই, তা মনে ধরেছে অভিনেতার ভক্তদের। এই মুহূর্তে এই ভিডিওটি সূত্র ধরেই নেটিজেনদের একাংশের মাঝে চর্চায় শাহরুখ খান ও সুহানা খান।

দিশার শরীরে আদরের গোপন দাগ, নেট দুনিয়ায় ভাইরাল ছবি

খুব শীঘ্রই বড় পর্দায় দেখা মিলতে চলেছে বলিউডের কিং খানের। আসন্ন ‘পাঠান’ ছবিতে পুনরায় দীপিকা পাডুকোনকের সাথে জুটি বাঁধতে চলেছেন তিনি। এই ছবিতে দেখা মিলবে জন ইব্রাহিমেরও। সিনেমাপ্রেমীদের পাশাপাশি অভিনেতার অগণিত ভক্তমহল রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘পাঠান’এর। কয়েকদিন আগেই ‘পাঠান’এ অভিনেতার ফার্স্ট লুক সামনে এসেছিল। আর অভিনেতার সেই লুক সামনে আসার পর থেকেই শোরগোল শুরু হয়ে গিয়েছিল নেটমহলে। আপাতত অপেক্ষায় দিন গুনছেন সেই ভক্তরাই।