Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বাবা-মা ও বোনকে খুনের কথা স্বীকার মেহজাবিনের
    ঢাকা বিভাগীয় সংবাদ

    বাবা-মা ও বোনকে খুনের কথা স্বীকার মেহজাবিনের

    Shamim RezaFebruary 24, 20234 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক : রাজধানীর কদমতলীতে বাবা-মা ও বোনকে খুনের ঘটনার কথা স্বীকার করেছেন মেহজাবিন ইসলাম মুন। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিতে তিনি জানিয়েছেন, বাবা-মায়ের সাথে সম্পর্ক ভালো ছিলো না। এদিকে ছোট বোন স্বামীর সঙ্গে গড়ে তোলে অনৈতিক সম্পর্ক। বোনকে সতর্ক করেও কিছু হয়নি। বিষয়টি বাবা-মাকেও জানান । তারপরও এর সুরাহা হয়নি। নিজের সংসার ধরে রাখতে ও স্বামীকে পেতে খুন করেন বাবা, মা ও বোনকে।

    মেহজাবিন ইসলাম মুন

    ২০২১ সালের ১৮ জুন রাতে রাজধানীর কদমতলী এলাকায় চা, কপির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে বাবা মাসুদ রানা, মা মৌসুমি ইসলাম এবং বোন জান্নাতুল ইসলাম মোহিনীকে খুন করেন মেহজাবিন। এ ঘটনায় মাসুদ রানার বড় ভাই সাখাওয়াত হোসেন মেহজাবিন ও শফিকুলকে আসামি করে কদমতলী থানায় মামলা করেন।

    মামলাটি তদন্ত করে গত বছরের ২২ আগস্ট মুনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন কদমতলী থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) ফেরদৌস আলম সরকার। মুনের স্বামী শফিকুল ইসলাম অরণ্যের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করা হয়। স্বামীকে পেতে মুন মা-বাবা ও বোনকে খুন করেন মর্মে চার্জশিটে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

    চার্জশিট দাখিল করা মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) ফেরদৌস আলম সরকার বলেন, মেহেজাবিন ইসলাম মুনের সাথে তার বাবা, মা ও বোনের কলহ ছিলো। এর জেরে, সম্পদের লোভ এবং তার স্বামীকে একান্তভাবে পেতে চা কফির সাথে তিনজনকে ঘুমের ওষুধ খাওয়ায়ে অজ্ঞান করে শ্বাসরোধে তাদের হত্যা করে মুন।

    মামলার বাদী সাখাওয়াত হোসেন বলেন, একটা মেয়ের পক্ষে তিনটা মানুষকে খুন করা সম্ভব না। আমরা প্রথম থেকেই বলে আসছি এতে শফিকুল জড়িত। আগে থেকেই সম্পত্তি গ্রাস করার একটা মন মানসিকতা ছিলো। সে মুনকে প্ররোচিত করেছে খুন করতে। কারণ সে আগে থেকেই উগ্র ছিলো। একটা হত্যা মামলার এক নম্বর আসামিও। আর ঘটনার সময় শফিকুল ঘরে ছিলো। তার কিছুই হলো না।

    তিনি বলেন, পুলিশ যা বলছে তা আমরা মানি না। বিষয়টা অন্য খাতে প্রবাহিত করতে এ কথা বলা হচ্ছে। তারা আমাদের হেল্প করেনি। আমরা চাই, ঘটনার প্রকৃত রহস্যটা উদঘাটন হোক।

    চার্জশিটে তদন্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শফিকুলের সাথে মেহেজাবিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মাসুদ রানা ২৬ বছর ধরে সৌদি প্রবাসী। তার স্ত্রী মৌসুমী ইসলাম ও কন্যা জান্নাতুল ইসলাম মোহনী কদতমলী থানাধীন মুরাদপুরে একটি বাসায় ভাড়া থাকতো। মাসুদ রানা মাঝে মধ্যে এসে ভাড়া বাসায় থাকতেন। মেহেজাবিন তার স্বামী-সন্তান নিয়ে কদমতলীর পূর্ব জুরাইনের একটি বাসায় ভাড়া থাকতেন। মাসুদ রানা সৌদি আরব থেকে বিভিন্ন সময় মূল্যবান সম্পদ তার স্ত্রী মৌসুমীর কাছে পাঠাতো। মোহনীকে লেখাপড়া শিখিয়ে ভালো পাত্রের কাছে বিয়ে দেওয়ার জন্য মৌসুমী সম্পদ সঞ্চয় করতে থাকেন। বাবার পাঠানো কোনো জিনিস মেহেজাবিনকে তার মা দিতেন না। এর ফলে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়।

    পক্ষান্তরে শফিকুল তার স্ত্রীর ছোটবোন মোহনীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এ বিষয়ে মেহেজাবিন তার বোনকে বারবার সতর্ক করলেও সে কর্ণপাত করে না। মেহেজাবিন বিষয়টি তার বাবা-মাকেও জানায়। কিন্তু তারা কোনো সুরাহা করে না। এজন্য ২০২১ সালের হত্যার ঘটনার তিন মাস আগে মেহজাবিন তরমুজের সাথে চেতনানাশক ওষুধ খাওয়াইয়া তার বাবা-মা ও বোনকে হত্যার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে স্বামীকে একান্তভাবে পেতে বোন, মা ও বাবাকে হত্যার পরিকল্পনা করতে থাকে। যা মেহেজাবিন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও বলেছে।

    বাড়ীর ছাদের টবে ড্রাগন ফল চাষের দুর্দান্ত উপায়, হবে বাম্বার ফলন

    তিনি বলেন, মেহেজাবিন প্রথমবার ব্যর্থ হয়ে পুনরায় তাদের হত্যার পরিকল্পনা করতে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১০ জুন রাত ৮টার সময় মুরাদপুরের একটি ফার্মেসি থেকে ৯টি, ১৫ জুন আরও দুইটি এবং ১৬ জুন ১০টি ঘুমের ওষুধ কেনে। ১৭ জুন শনিরআখড়া ফুটপাতের দোকান থেকে একটি চাপাটি ও কাচি কেনে। ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে ঘুমের ট্যাবলেট, চাপাটি, কাচি, স্বামী-সন্তানসহ বাবার বাসায় যায়। পূর্বের ভুল-ত্রুটির বিষয়ে ক্ষমা চায়। তারা তাকে ক্ষমা করেন। মেহেজাবিন বাসায় থাকতে চাওয়ায় ও অনেকদিন পর নাতনী বাসায় আসায় তাদের থাকতে বলেন মাসুদ রানা। খাওয়া দাওয়া শেষে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত ১১টার দিকে চা কফির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খেতে দেয় মেহেজাবিন। তারা সবাই অচেত হয়ে গেলে বাসার মেইন দরজা বন্ধ করে বারান্দায় কাপড় শুকানোর রশি কেটে মায়ের পিঠ মোড়া দিয়ে হাত, পা বাঁধে। ওড়না দিয়ে বাবা ও বোনকে পিঠ মোড়া দিয়ে হাত, পা বাঁধে। ওড়না পেঁচিয়ে তিনজনকে শ্বাসরোধ করে হত্যা করে।

    জানা যায়, মুন কারাগারে রয়েছেন। তার স্বামী শফিকুল এ মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে রয়েছে। তাদের মেয়ে দাদা, দাদির কাছে রয়েছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    কথা খুনের ঢাকা বাবা-মা বিভাগীয় বোনকে মেহজাবিন মেহজাবিনের সংবাদ স্বীকার
    Related Posts
    গোপালগঞ্জে পুলিশের

    গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

    July 16, 2025
    বিয়ের দাবিতে প্রেমিকের

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিধবার অনশন

    July 16, 2025
    Feni-BNP

    হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালালো সাবেক বিএনপি নেতা

    July 15, 2025
    সর্বশেষ খবর

    এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ

    স্মার্টফোনে নিরাপদ থাকার কৌশল

    স্মার্টফোনে নিরাপদ থাকার কৌশল: আপনার ডিজিটাল জীবন সুরক্ষিত রাখুন!

    সারজিস

    গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এটা বাংলাদেশের: সারজিস

    গোপালগঞ্জে পুলিশের

    গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

    ট্রাম্পকে পুতিনের 'বোকা

    পুতিনের ফাঁদে ট্রাম্প? সিএনএন বলছে চাঞ্চল্যকর কথা

    নিয়োগ

    ৪ পদে ৫ জনকে নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর

    ডিজিটাল মার্কেটিং

    ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবেন: শূন্য থেকে সাফল্যের বাংলা গাইড

    গুঞ্জন তবে সত্যি

    গুঞ্জন তবে সত্যি? কবীরের প্রেমেই কৃতি!

    ঝড়ের আঘাত হতে পারে

    ঝড়ের আঘাত হতে পারে ৭ জেলায়, সতর্ক থাকুন!

    মিউচুয়াল ফান্ড

    মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানুন: ভবিষ্যত সুরক্ষিত করার বিজ্ঞান ও শিল্প

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.