জুমবাংলা ডেস্ক : ২০২৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া দল। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দলের দাপট দেখেছে গোটা বিশ্ব। কিন্তু ফাইনালে তীরে এসে তরী ডোবে। তবে আপনি কি জানেন, বাবা ও ছেলে দুজনেই বিশ্বকাপজয়ী খেলোয়াড় হয়েছেন, তারা কারা? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।
১) প্রশ্নঃ আগামী ২০২৭ সালে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ (World Cup) কোথায় অনুষ্ঠিত হবে জানেন?
উত্তরঃ আফ্রিকার তিনটি দেশ — যথা দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে ২০২৭ সালে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
২) প্রশ্নঃ সম্প্রতি আইসিসি কোন দলকে ২০২৭ বিশ্বকাপ থেকে বরখাস্ত করেছে?
উত্তরঃ ২০২৭ বিশ্বকাপ থেকে বরখাস্ত হয়েছে শ্রীলঙ্কা দল (Sri Lanka)। আসন্ন আইসিসি ইভেন্ট গুলিতেও তারা অংশ নিতে পারবে না।
৩) প্রশ্নঃ বিশ্বের কোন ক্রিকেটারের মৃত্যুর সাজা হিসেবে ফাঁসি হয়েছিল?
উত্তরঃ ক্যারেবিয়ান ডান হাতি বোলার লেসলি হিলটনের (Leslie Hilton) ফাঁসি হয়েছিল, যিনি নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করেছিলেন।
৪) প্রশ্নঃ বিশ্বের একমাত্র বোলার হিসেবে পিতা ও পুত্র দুজনকেই আউট করেছেন, জানেন তিনি কে?
উত্তরঃ বিশ্বের একমাত্র বলার হিসেবে মিচেল স্টার্ক (Mitchell Starc) ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপল ও তার পুত্র তেজনারিন চন্দ্রপলকে আউট করেছিলেন।
৫) প্রশ্নঃ বাবা ও ছেলে উভয়ই ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন, জানেন তারা কে?
উত্তরঃ ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ান খেলোয়াড় মিচেল মার্শ (Mitchell Marsh) ও ১৯৮৭ সালে মার্শের বাবা জিওফ মার্শও (Geoff Marsh) বিশ্বকাপ জিতে ছিলেন। আর এই দুটি বিশ্বকাপই অনুষ্ঠিত হয়েছিল ভারতের মাটিতে।
৬) প্রশ্নঃ কোন ভারতীয় বোলার তার অভিষেক ওডিআই ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন?
উত্তরঃ ২০১২ সালে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) তার অভিষেক ম্যাচের প্রথম বলে পাকিস্তানী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে আউট করেছিলেন।
৭) প্রশ্নঃ কোন ভারতীয় ব্যাটসম্যান ওয়ান ডে, টেস্ট এবং টি-টোয়েন্টিতে রাঙ্কিং এর একই সময়ে ১নং খেলোয়াড় হয়েছিলেন?
উত্তরঃ বিরাট কোহলি (Virat Kohli)।
৮) প্রশ্নঃ ওয়ানডে বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি এসেছিল কার ব্যাট থেকে?
উত্তরঃ ২০১৫ বিশ্বকাপে ক্রিস গেইলের (Chris Gayle) ব্যাট থেকে প্রথম বার ডাবল সেঞ্চুরি এসেছিল (২১৫)।
৯) প্রশ্নঃ সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) আত্মজীবনী নাম কী?
উত্তরঃ সৌরভের আত্মজীবনীর নাম ‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’ (A Century is Not Enough)।
১০) প্রশ্নঃ শচীন টেন্ডুলকার তার প্রথম সেঞ্চুরি কততম ওয়ানডে ম্যাচে করেছিলেন?
উত্তরঃ শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) ব্যাট থেকে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি এসেছিল ৭৮তম ম্যাচে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।