বাবা ও ছেলে দুইজনের সাথেই রোম্যান্স করেছেন অভিনেত্রী রেখা

অভিনেত্রী রেখা

বিনোদন ডেস্ক : ৭০ ও ৮০ দশকের বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী ছিলেন রেখা। তাঁর অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন। তাঁর আকর্ষণীয় গ্ল্যামারাস লুকের জন্য তিনি ছিলেন সর্বদাই সেরা। একটা সময়ে তাঁর রূপের মাধুর্য দিয়ে জিতে নিয়েছিলেন ছিলেন কোটি কোটি দর্শকের হৃদয়। এখনো এই অভিনেত্রী আজও তাঁর যৌবন ধরে রেখেছেন। তাই তাঁকে ‘এভার গ্রীন’ নায়িকাও বলা হয়।

অভিনেত্রী রেখা

প্রবীণ অভিনেত্রী রেখা তাঁর ক্যরিয়ারে ইন্ডাস্ট্রির প্রায় সব বিখ্যাত অভিনেতাদের সঙ্গেই কাজ করেছেন। তবে মজার বিষয় হল, তিনি এমন এক অভিনেত্রী যিনি নিজের সমসাময়িক অভিনেতাদের সাথে যেমন কাজ করেছেন তেমনই তাঁদের ছেলেদের সাথেও অভিনয় করেছেন প্রচুর ছবিতে।

১৯৯৮ এর ছবি ‘খুন ভরি মাং’-এতে প্রবীণ অভিনেতা রাকেশ রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন রেখা। ছবিটি সেসময়কার হিট ছবি ছিল। তাঁদের জুটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। আবার অন্যদিকে রাকেশ রোশনের ছেলে হৃত্বিক রোশনের সাথে কাজ করেছেন ‘কোই মিল গ্যায়া’ ছবিতে। ছবিতে হৃত্বিকের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

প্রয়াত অভিনেতা সুনীল দত্তের সঙ্গেও বহু ছবিতে কাজ করেছেন অভিনেত্রী রেখা। দুজনে একসাথে ‘নাগিনের’ মত হিট ছবিতে কাজ করেছিলেন। একইসাথে সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তের সাথে করেছেন পরিণীতা ও বিজয়ার মত ছবি। এসব ছবিতে দুজনকে রোমান্টিক দৃশ্যতেও দেখা গিয়েছিল। এছাড়া রাজ কাপুরের সঙ্গে ‘গরম ধরম’-ছবিতে অভিনয় করেছিলেন রেখা। একইসঙ্গে রাজ কাপুরের ছেলে ঋষি কাপুরের সঙ্গেও তিনি প্রায় ৭টি ছবিতে কাজ করেছিলেন।

বিয়ে হবার পর থেকে নিয়মিত এই জিনিসটি খান জয়া বচ্চন

১৯৭২ সালের ছবি ‘রামপুর কা লক্ষ্মণ’-এতে রাজ কাপুরের ছেলে রণধীর কাপুরের সাথে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তাঁদের জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। অন্যদিকে রণধীরের কাপুরের মেয়ে করিশ্মা কাপুরের সাথেও ‘জুবাইদা’ ছবিতে কাজ করেছেন রেখা। কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার সাথে বহু ছবিতে কাজ করেছিলেন রেখা। কিন্তু রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্নার সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাননি তিনি। তবে টুইঙ্কেলের স্বামী অর্থাৎ রাজেশ খান্নার জামাই, অক্ষয় কুমারের সাথে তিনি অভিনয় করেছেন। ‘খিলাড়িওঁ কে খিলাড়ি’ ছবিতে অক্ষয়ের সাথে রোমান্স করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।